বাংলার খবর
অংক কষতে কষতেই সুইসাইড নোট লিখে আত্মহত্যা দ্বাদশ শ্রেণির ছাত্রের !

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : রহস্যজনক মৃত্যু এক মেধাবী ছাত্রের। মৃত ছাত্রের নাম সোমনাথ সাহা ওরফে সায়ন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৪১ নং ওয়ার্ডের জ্যোতিনগর এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার নিজের ঘরে বসেই গনিত অনুশীলন করছিল সায়ন। সেই সময় খাতায় ‘আই কুইট মম’ লিখে আত্মহত্যা করে সে।
এরপর ঘরের ভিতর থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের লোকেজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। কেন এই আত্মহত্যা, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। মৃত যুবকের পরিবার সূত্রে খবর, গত ১৯ জানুয়ারি জন্মদিন ছিল তার। মেধাবী ছাত্র ছিল সায়ন।
মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছিল। শুধু শিলিগুড়ি নয়, গোটা রাজ্যেই শিক্ষাক্ষেত্রে সোমনাথের নাম ছিল শীর্ষে। এমনকি নাসায় যাওয়ার স্বপ্ন দেখত সে। কিন্তু মঙ্গলবার হঠাৎ এমন কী ঘটল, যার জেরে আত্মহত্যার পথ বেছে নিতে হল সোমনাথকে, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। জানা গিয়েছে, পরিবারের একমাত্র সন্তান ছিল সায়ন। সায়ন শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।