দেশের খবর
ট্রাম্পের বার্তা: “পরমাণু যুদ্ধ নয়, ভারত-পাকিস্তানের একসঙ্গে ডিনার করা উচিত”

আন্তর্জাতিক কূটনীতিতে ফের আলোচনায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর মন্তব্য— ভারত ও পাকিস্তানের শত্রুতা ভুলে একসঙ্গে ডিনারে বসা উচিত। তিনি দাবি করেছেন, তাঁর নেতৃত্বেই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সম্ভাব্য যুদ্ধ ঠেকানো সম্ভব হয়েছে, বাণিজ্য বন্ধের হুমকিই শান্তি ফিরিয়েছে সীমান্তে।
বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন ট্রাম্প। সেখানেই সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সলমন, টেসলা প্রধান এলন মাস্ক এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও-র উপস্থিতিতে তিনি বলেন, “আমরা চাইনা তারা পরমাণু ক্ষেপণাস্ত্র বিনিময় করুক। বরং চাই, তারা একসঙ্গে বসে ভালো জায়গায় ডিনার করুক। শান্তি আনাই আমাদের লক্ষ্য।”
আরও পড়ুন – BSF জওয়ান পূর্ণম কুমার সাউয়ের মুক্তি, ২৩ দিন পর দেশে ফিরলেন পাকিস্তান থেকে
ট্রাম্প জানান, তাঁর প্রশাসনের উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্স ও মার্কো রুবিওর মাধ্যমে তিনি ভারত-পাকিস্তানের মধ্যে সমঝোতার চেষ্টা করেন। দাবি করেন, আমেরিকার চাপেই থেমে গেছে ‘ঐতিহাসিক যুদ্ধবিরতি’।
তবে ট্রাম্পের এই দাবিকে সম্পূর্ণ খারিজ করেছে ভারত। বিদেশ মন্ত্রকের সচিব রণধীর জয়সওয়াল স্পষ্ট জানান, “৭ মে থেকে ১০ মে পর্যন্ত ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু তাতে বাণিজ্য বন্ধের কোনও আলোচনা হয়নি।” তিনি আরও বলেন, “কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান বদলায়নি। এটি দ্বিপাক্ষিক ইস্যু এবং তৃতীয় পক্ষের কোনও মধ্যস্থতা নয়াদিল্লি মানে না।”
ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের সঙ্গে কেবলমাত্র একটি বিষয়ে আলোচনা সম্ভব— তা হলো পাক অধিকৃত কাশ্মীর ফেরত আনা।