ভারতে আইফোন তৈরি বন্ধ করুন : অ্যাপলের CEO-কে কড়া বার্তা ট্রাম্পের
Connect with us

দেশের খবর

ভারতে আইফোন তৈরি বন্ধ করুন : অ্যাপলের CEO-কে কড়া বার্তা ট্রাম্পের

Published

on

Trump

ভারতে আইফোন উৎপাদনে স্পষ্ট আপত্তি তুললেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারে অবস্থানকালেই তিনি এই মন্তব্য করেছেন অ্যাপল সিইও টিম কুকের উদ্দেশে। ট্রাম্প জানান, তিনি চান না অ্যাপল ভারতে উৎপাদন ইউনিট স্থাপন করুক। এমনকী এই বিষয় নিয়ে কুকের সঙ্গে সামান্য বিরোধও হয়েছে বলে দাবি করেন তিনি।

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ট্রাম্প সম্প্রতি সৌদি আরব সফর শেষ করে পৌঁছেছেন দোহা, কাতারে। সেখানেই টিম কুকের সঙ্গে বৈঠক হয় তাঁর। সেই বৈঠকে আইফোন উৎপাদন সংক্রান্ত বিষয়ে ভারতের প্রসঙ্গ ওঠে। ট্রাম্প বলেন, “টিম কুক এখন ভারতে (ফ্যাক্টরি) গড়ে তুলছেন। আমি চাই না, তিনি সেটা করুন। ভারত নিজের খেয়াল রাখতে পারবে।”

ট্রাম্পের মতে, ভারতে উচ্চহারে আমদানি শুল্ক ধার্য হয়, অথচ মার্কিন পণ্যের ওপর সুবিধা পেতে চায় দিল্লি। তাঁর দাবি, ভারত ‘নো ট্যারিফ ডিল’-এর প্রস্তাব দিলেও সেটা বাস্তবায়নের কোনও স্পষ্ট পথ দেখায়নি।

আরও পড়ুন – বেলুচিস্তান কেন স্বাধীনতা চায়? ইতিহাস, বিদ্রোহ ও পাকিস্তানের দমননীতি

Advertisement

অন্যদিকে টিম কুক কিছুদিন আগেই জানিয়েছিলেন, অ্যাপলের ভবিষ্যৎ পরিকল্পনায় ভারত একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেছিলেন, “আমেরিকায় বিক্রি হওয়া আইফোনের একটি বড় অংশ আগামী দিনে ভারতে তৈরি হবে।”

বর্তমানে অ্যাপলের উৎপাদনের কেন্দ্র হিসেবে চীনের উপর নির্ভরতা কমিয়ে ভারতে নজর দিয়েছে সংস্থাটি। গত এক বছরে ভারতে আইফোন উৎপাদন ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে এই বৃদ্ধির হার আরও বাড়বে বলে মনে করা হচ্ছিল। কিন্তু ট্রাম্পের এই মনোভাব এবং রাজনৈতিক অবস্থান অ্যাপলের ভারতের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

Dwip Narayan Chakraborty is a dedicated journalist, digital content creator, and web strategist at Bengal Xpress. With a strong background in web design, digital marketing, and news media, he crafts compelling regional and national stories that inform, engage, and inspire. Dwip brings a unique blend of technical expertise and editorial vision, ensuring Bengal Xpress remains at the forefront of digital journalism in West Bengal. When he's not writing or managing the site, he's exploring new tools to innovate online news delivery.

Continue Reading
Advertisement