দেশের খবর
মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিচ্ছে না টিআরএস, আপ, আকালি দল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাষ্ট্রপতি নির্বাচনের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিরোধী বৈঠকে যোগ দেবে না বলে জানিয়ে দিল কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস), অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং আকালি দল। রাষ্ট্রপতি নির্বাচন এবং ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে সমস্ত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ কি শুরুতেই হোঁচট খেলো? এই প্রশ্নই উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বুধবার দুপুর তিনটেয় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী বৈঠকের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সমস্ত বিরোধী দলের ২২ শীর্ষ নেতৃত্ব এবং অবিজেপি রাজ্যের ৮ মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এই বৈঠকে বামেরা উপস্থিত থাকবে বলে আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। কংগ্রেসও বৈঠকে যোগ দেবে বলে জানিয়েছে। সূত্রের খবর, কংগ্রেসের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়ে এই বৈঠকে উপস্থিত থাকবে না বলে জানিয়ে দিয়েছে টিআরএস। তারা জানিয়ে দিয়েছে, কংগ্রেসের সঙ্গে এক মঞ্চ ভাগ করে নিতে তাদের আপত্তি আছে। আম আদমি পার্টিও এই বৈঠকে যোগ দেবে না বলে জানিয়ে দিয়েছে। গোয়া বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের সঙ্গে একটা মতানৈক্য তৈরি হয়েছিল। সেই কারণেই এই বৈঠকে যোগ দেবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। অকালি দল কেন যোগ দেবে না, তার কারণ কিছু জানায়নি।
২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিরোধীদের ঐক্যবদ্ধ করার এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে জাতীয় রাজনৈতিক মহল। কিন্তু ইতিমধ্যেই তিনটি দলের বৈঠকে যোগ দেবে না বলে জানিয়ে দিয়েছে। বুধবারের এই বৈঠকে কারা উপস্থিত হয়, সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে দেশের রাজনৈতিক মহল।