দেশের খবর
করোনা আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, নিজেই টুইট করে জানালেন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এবার করোনা আক্রান্ত হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। টুইট করে নিজেই এই কথা জানিয়েছেন তিনি। সেইসঙ্গে গত কয়েক দিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরকেও আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন তিনি।
টুইট করে নিজে কোভিড আক্রান্ত হওয়ার কথা জানাতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আজ আমি করোনা আক্রান্ত হয়েছি। আমি সম্পূর্ণ সুস্থ আছি। কোনও উপসর্গ নেই। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের সকলের কাছে আমার আন্তরিক অনুরোধ, প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিন।’
গত ১৪ মে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হন মানিক সাহা। ত্রিপুরায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জায়গায় তিনি দায়িত্বে আসেন। দাঁতের চিকিৎসক থেকে রাজনীতির ময়দানে এসে গত উপ নির্বাচনে জয়ী হয়ে ২৬ জুন পাকাপাকিভাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদে বসেন মানিক সাহা। এবার তিনি করোনা আক্রান্ত হলেন।
গোটা দেশেই বাড়তে শুরু করেছে করোনার দৈনিক সংক্রমণ। যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন চিকিৎসক মহল। সংক্রমনের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা এবং পজিটিভিটি রেট। তাই আবারও চিকিৎসক মহল সকলকে কোভিড বিধি মানার এবং মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন। বাদ নেই ত্রিপুরাও। সেখানেও সংক্রমণ বাড়ছে। তার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর করোনা রিপোর্ট পজেটিভ আসায়, উদ্বেগ বাড়ছে ত্রিপুরাবাসীরও।