বাংলার খবর
ত্রিপুরা বিজেপিতে জোড়া ধাক্কা! কংগ্রেসে যোগ দিলেন সুদীপ রায় বর্মণ, আশিস সাহা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসে যোগ দিলেন সুদীপ রায় বর্মণ। গত কয়েক মাস ধরেই চলছিল জল্পনা। ত্রিপুরার বিক্ষুব্ধ বিজেপি নেতা ও বিধায়ক সুদীপ রায় বর্মণের পরবর্তী পদক্ষেপ কী হবে! ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরকারের সঙ্গে দূরত্ব আগেই তৈরি হয়েছিল।
পৌরসভা ভোটের আগে তা নতুন মাত্রা পায়। সরকার তথা বিজেপির বিধায়ক হয়েও তাঁর দলের প্রতি একের পর এক ক্ষোভ উগড়ে দেন সুদীপ। তখনই তাঁকে নিয়ে জল্পনা তৈরি হয়। একটা অংশ থেকে আওয়াজ উঠেছিল, তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন সুদীপ রায় বর্মণ। তৃণমূল তাদের প্রতিনিধির মাধ্যমে সুদীপের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেছিল। কিন্তু সমস্ত জল্পনার অবসান নিজেই ঘটালেন সুদীপ। প্রথমে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন এবং বিজেপি ত্যাগ করেন। বিজেপি ত্যাগ করে তাঁর অনুগামীদের নিয়ে দিল্লি যান এবং মঙ্গলবার কংগ্রেসে যোগ দিলেন। সুদীপ রায় বর্মণ কংগ্রেসে যোগ দেওয়ায় ত্রিপুরার রাজনীতিতে নতুন মাত্রা যোগ হতে চলেছে।
সুদীপ রায় বর্মণ বিজেপি ছাড়ায় আরও অনেক বিজেপি নেতা পদ্ম শিবির ছেড়ে সুদীপের হাত ধরতে পারেন বলে মনে করা হচ্ছে। এদিন সুদীপ রায় বর্মণের সঙ্গে কংগ্রেসে যোগ দেন আর এক বিজেপি বিধায়ক আশিস সাহা। এদিন কংগ্রেসে যোগ দিয়েই বিপ্লব দেব সরকারকে একহাত নিয়ে সুদীপ রায় বর্মণ বলেছেন, ‘এই সরকার ভালো কিছু করতে ব্যর্থ। এখানে শুধু একজনেরই কথা শোনা হয়। কোনও মন্ত্রী এই ভাবে তার ক্ষমতার অপব্যবহার করতে পারে না। গোটা রাজ্যে সন্ত্রাস চলছে। গণতন্ত্র ধুলোয় মিশে গিয়েছে। রাজ্যের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে এবং সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যাতে সুষ্ঠুভাবে চলে, সেই দায়িত্ব আমাদেরই নিতে হবে।‘