বাংলার খবর
পরিবারতন্ত্র ও বিধায়কদের দূরে সরিয়ে ১০৮ পৌরসভার প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের! সূত্রের খবর, বদলাতে পারে তালিকা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে ১০৮ পৌরসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। আগামী ২৭ ফেব্রুয়ারি এই ১০৮ পৌরসভায় ভোট। তবে এবারের পৌরভোটে প্রার্থী হচ্ছেন না কোনও বিধায়ক। বিধানসভা নির্বাচনের পরই মমতা বন্দ্যোপাধ্যায় দলে ‘এক ব্যক্তি একপদ’ নীতি চালু করেছিলেন।
কিন্তু সদ্যসমাপ্ত কলকাতা পুরসভার নির্বাচনে সেই রীতি ভেঙে একাধিক বিধায়ক ও সাংসদকে প্রার্থী করেছিল তৃণমূল। এমনকি কলকাতা পুর ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় পরিবারতন্ত্রকে প্রাধান্য দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই নিয়ে সমালোচনাও হয়েছিল অনেক। তাই শুক্রবার ১০৮ পৌরসভার জন্য প্রকাশিত প্রার্থী তালিকায় পরিবারতন্ত্রকেও দূরে সরিয়ে রাখা হয়েছে। শুক্রবারই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় প্রার্থী তালিকা প্রকাশ করার পর জানিয়েছেন, নতুনদের সুযোগ দিতেই একই পরিবারের একাধিক সদস্যকে টিকিট দেওয়া হয়নি। শুধু তাই নয়, এবার কোনও বিধায়ককেও টিকিট দেওয়া হয়নি বলেও জানিয়েছেন তিনি। কয়েকটি আসন বাদ দিয়ে ১০৮ টি পৌরসভার জন্য প্রায় তিন হাজার প্রার্থী বাছাই করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং প্রশান্ত কিশোরের সংস্থা দীর্ঘক্ষন আলোচনা করেই এই প্রার্থী তালিকা তৈরি করেছে।
এবং এই প্রার্থী তালিকার চূড়ান্ত অনুমোদন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলেই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা পুরসভার নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে দলের মধ্যেই চরম অসন্তোষ তৈরি হয়েছিল। এবার যাতে সেই রকম কোনও ঘটনা না ঘটে, তাই জন্য আগে থেকেই তৃণমূলের কর্মী ও সমর্থকদের সতর্ক করে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার তিনি বলেছেন, ‘সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয়। ক্লাসে একজনই প্রথম হয়, সবাই হয় না। তবে সবাইকে নিয়ে চলতে হবে। যাঁরা টিকিট পাননি তাঁদের মন তো খারাপ হবেই। তবে এমন কিছু যেন করবেন না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। কোনও প্ররোচনায় পা দেবেন না।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রেখে তাঁর হাত আরও শক্ত করতে হবে। পৌরভোটে নতুনদের সুযোগ করে দেওয়া হচ্ছে। যাঁকে প্রার্থী ঠিক করা হয়েছে, তাঁকেই সমর্থন করতে হবে।’ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের এই সতর্কবার্তা কোন কাজে লাগেনি প্রার্থী তালিকা ঘোষণার পরই সোনারপুর, নদিয়া সহ বিভিন্ন জায়গায় প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে রাস্তায় নেমে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তারপরই চমক। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রকাশিত প্রার্থী তালিকা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সংশোধিত প্রার্থী তালিকার বদলে প্রাথমিক প্রার্থী তালিকা ভুল করে প্রকাশ করা হয়েছিল। সংশোধিত প্রার্থী তালিকা সমস্ত জেলা সভাপতির কাছে পাঠানো হয়েছে, তাঁদের মতামত নিয়েই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।