বাংলার খবর
দলীয় প্রধানের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দলীয় প্রধানের বিরুদ্ধে টেন্ডারে দুর্নীতির অভিযোগ তুললেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যা। কালিয়াচক ২ ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। কবিতা দাস নামে ওই পঞ্চায়েত সদস্যার অভিযোগ, প্রধান নাইলা বিবি বিভিন্ন নির্মাণকাজের টেন্ডারে প্রায় তিন কোটি টাকার দুর্নীতি করেছেন।
এ বিষয়ে কবিতা বিডিও ও জেলা শাসককের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। যদিও প্রধানের দাবি, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। গ্রাম পঞ্চায়েতের সমস্ত টেন্ডার সরকারি নিয়ম মেনেই হয়েছে। উল্লেখ্য, প্রধানের বিরুদ্ধে গত ডিসেম্বর মাসেও বেশ কয়েকটি টেন্ডারে দুর্নীতির অভিযোগ উঠেছিল।গ্রাম পঞ্চায়েত সদস্যা কবিতা দাসের অভিযোগ, বেআইনিভাবে সমস্ত টেন্ডার হচ্ছে।
টেন্ডারের ফর্ম সমস্ত ঠিকাদারদের দেওয়া হচ্ছে না। এমনকি বহুল প্রচলিত সংবাদপত্রে টেন্ডারের কোনও বিজ্ঞাপনও দিচ্ছে না গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। যদিও তৃণমূলের প্রধান নাইলা বিবি জানিয়েছেন, অভিযোগ মিথ্যা। বিভিন্ন ওয়েবসাইট ও কাগজে টেন্ডারের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ব্লক প্রশাসন তদন্ত করলেই সবটা জানা যাবে। সমস্ত টেন্ডার নিয়ম মেনেই হয়েছে। বিডিও রমল সিং বিরদি জানিয়েছেন, অভিযোগ এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। টেন্ডারে কোনও দুর্নীতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।