বাংলার খবর
ভোটে হেরে অপসারিত তৃণমূল পঞ্চায়েত প্রধান!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘদিন থেকে চাঁচল থানা এলাকার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছিল। আর্থিক দুর্নীতির পাশাপাশি দলবাজির অভিযোগও আসছিল। শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার সতর্ক করেও কোনও লাভ হচ্ছিল না। শেষমেষ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হল দল।
অনেকদিন, থেকেই ওই প্রধানকে ইস্থফা দিতে বলা হচ্ছিল। কিন্তু ওই প্রধান ইস্তফা দিচ্ছিলেন না। মঙ্গলবার শাসক দল তৃণমূল কংগ্রেস একটি মলতুবি সভা ডেকে ওই প্রধানকে অপসারণ করল। খবর পাওয়া গিয়েছে, মুলতুবি সভায় প্রধান ছাড়া মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য উপস্থিত ছিলেন। গোটা পঞ্চায়েত এলাকা জুড়ে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সবাই প্রধানকে অপসারণের পক্ষে ভোট দেন।
শেষমেষ মুলতুবি সভায় ১৭-০ ভোটে প্রধানকে অপসারণ করা হয়। মুলতুবি সভায় শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক পদধিকারি উপস্থিত ছিলেন। দুর্নীতিগ্রস্থ প্রধানের অপসারণে খুশি সমস্ত সদস্য এবং দলের নেতারা। খুব তারাতারি মতিহারপুর গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচন হবে বলে জানিয়েছেন ওই পঞ্চায়েতের দায়িত্বে থাকা তৃণমূল কংগ্রেসের নেতারা।