বাংলার খবর
ভোটের আগে দুই পৌরসভা দখল করল তৃণমূল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তৃণমূলের বিজয় রথ ছুটছে আপন গতিতে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর বিধানসভা উপনির্বাচনে এবং কলকাতা পুরসভা নির্বাচনেও সেই ধারাবাহিকতা বজায় ছিল। এরপর বকেয়া পুরভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
পৌরসভা ভোটের দিনক্ষণ এগিয়ে আসতেই একাধিক উত্তেজনার খবর পাওয়া গিয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভায় ভোটগ্রহণের পালা। চলছে বিভিন্ন জায়গায় মনোনয়ন দাখিল পর্ব। পাশাপাশি একই সঙ্গেই চলছে জোরদার রাজনৈতিক প্রচার। বুধবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। পুরভোটের আগেই সুখবর তৃণমূল শিবিরের জন্য। বজবজ এবং সাঁইথিয়া পৌরসভা মনোনয়ন জমা করার শেষ দিনই চলে গেল তৃণমূলের হাতে।
বজবজের ১২ টি ওয়ার্ডের কোথাও বিরোধী প্রার্থী নেই। একই অবস্থা সাঁইথিয়া পৌরসভাতেও। ১৬ আসন বিশিষ্ট সাঁইথিয়া পৌরসভার তেরোটি ওয়ার্ডে কোনও বিরোধী প্রার্থী নেই। শুধুমাত্র তিনটি আসনে বামেরা প্রার্থী দিয়েছিল বলে জানা গিয়েছে। যথারীতি দু’টি পৌরসভাতেই তৃণমূল কংগ্রেস শুরুতেই জয় পেয়ে গেল। স্বাভাবিকভাবেই, আগামী দিনের পুরযুদ্ধে এই জয় তৃণমূলের আত্মবিশ্বাস দ্বিগুণ করে দিল বলেই মনে করা হচ্ছে। ফলে আগামী ২৭ তারিখ ভোট হতে চলেছে রাজ্যের ১০৬ টি পৌরসভায়।