দেশের খবর
রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল জগদীপ ধনকরকে সরানোর দাবি জানালেন তৃণমূল সাংসদরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েক বছর ধরেই রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে। সংঘাত মারাত্বক আকার নেয় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর। রাজ্য বিধানসভা নির্বাচনের পর সারা রাজ্য জুড়ে নির্বাচন পরবর্তী হিংসা শুরু হয়। সেই সময় সরকারের তোয়াক্কা না করে রাজ্যপাল জগদীপ ধনকর ছুটে গিয়েছেন আক্রান্তদের বাড়ি।
এর পর থেকেই একের পর এক বিষয়ে রাজ্যপাল এবং রাজ্য সরকারের সঙ্গে সংঘাত বাঁধে। এবার রাজ্যপালকে সরানোর দাবীতে সরব হল তৃণমূল সাংসদরা। ৩১ জানুয়ারি সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন। সেই বাজেট অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতির ভাষণ দিয়ে।
কিন্তু দেখা যায়, সেখানেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যপাল জগদীপ ধনকরকে সরানোর দাবি জানান তৃণমূল সংসদরা। তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যপাল যেভাবে সংবিধানের উরদ্ধে উঠে সরকারের সঙ্গে বিরোধিতা করছেন, তা বিরোধী দলের মতো। যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। অবিলম্বে এই রাজ্যপালকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে সরানো হোক।’