বাংলার খবর
চন্দননগর পুর ভোটে তৃণমূলের ইস্তেহার প্রকাশ, একগুচ্ছ উন্নয়নের পরিকল্পনা নিয়ে আগামী পুরবোর্ড কাজ করবে, জানালেন বিধায়ক ইন্দ্রনীল সেন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: একগুচ্ছ উন্নয়নের পরিকল্পনা নিয়ে আগামী পুরবোর্ড কাজ করবে, চন্দননগরে পুর নির্বাচনের দলীয় ইস্তেহার প্রকাশ করে জানালেন চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন। শুক্রবার চন্দননগর খলিসানীতে সাংবাদিক সম্মেলন করে আগামী দিনে চন্দননগর কী হবে, পাঁচ বছরে কী কী কাজ করা হবে, তা বিস্তারিতভাবে উল্লেখ করেন মন্ত্রী।
ইস্তেহারে নাগরিক পরিষেবার উপর জোর দেওয়া হয়েছে। একশো শতাংশ বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে দু’টি পাম্পিং স্টেশন তৈরি করার কথাও বলা হয়েছে। ভাঙা রাস্তা, নর্দমা অথবা উপচে পরা ভ্যাট থেকে দূষণ ছড়ালে তা নাগরিকরা ছবি তুলে অভিযোগ জানাতে পারবেন।এবং ১৪ দিনের মধ্যে সেই সমস্যার সমাধান হবে। এর জন্য কলকাতা কর্পোরেশনের মত চন্দননগরেও একটি অ্যাপ চালু করা হবে বলেও জানান চন্দননগরের বিধায়ক।
পাড়ায় সমাধান থেকে দ্রুত নাগরিক পরিষেবা দিতে এক জানালা বিশিষ্ট ব্যবস্থা চালু করা,পর্যটন কেন্দ্র হিসাবে চন্দননগরের গুরুত্ব বাড়ানো, রবীন্দ্র ভবন সংস্কারের পাশাপাশি রবীন্দ্র সংগ্রহ শালা তৈরি করার কথাও বলা হয়েছে ইস্তেহারে।চন্দননগর স্ট্র্যান্ডে লাইট অ্যান্ড সাউন্ড শো চালু করা, গঙ্গার ঘাটগুলো সাজানো, পর্যাপ্ত সুলভ শৌচালয় তৈরি করার ওপর জোর দেওয়া হয়েছে।একটি অতিরিক্ত পুর বিদ্যালয়কে ইংরেজি মাধ্যম করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সমাজ কল্যাণ ,সব ধরণের কাজেই চন্দননগরকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর হবে আগামী পুরবোর্ড বলে জানিয়েছেন বিধায়ক ইন্দ্রনীল সেন।