বাংলার খবর
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদকের পদ খোওয়াতেই সায়ন্তন বসুর বাড়িতে তৃণমূল নেতৃত্ব! বাড়ছে জল্পনা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবারই রাজ্য বিজেপির নতুন কমিটি গঠন হয়েছে। বেশকিছু নতুন মুখকে সামনে তুলে আনা হয়েছে। আবার বাদ পড়েছেন বেশ কিছু পুরনো মুখ। সরিয়ে দেওয়া হয়েছে মহিলা মোর্চার রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পালকে এবং যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁকে।
ঠিক একই রকম ভাবে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে। তিনি দীর্ঘদিন ধরেই এই পদের দায়িত্ব সামলাচ্ছিলেন। সরিয়ে দেওয়ার পর সায়ন্তন বসু রাজ্য বিজেপির বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও বেড়িয়ে যান। অনেকেই ভেবেছেন পদে নেই বলে বেড়িয়ে গিয়েছেন। কিন্তু জল্পনা বাড়ে, বুধবার রাতে সায়ন্তন বসুর বাড়িতে তৃণমূলের উত্তর ২৪ পরগনার দুই বিধায়ক এবং তৃণমূল নেতা সমীর চক্রবর্তী পৌঁছতেই। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়।
বাইরে বেড়িয়ে এসে সায়ন্তন বসু জানান নিছক সৌজন্যমূলক সাক্ষাত ছিল। যদিও এই বিষয়ে আর মুখ খুলতে চাননি সায়ন্তন বসু। রাজনৈতিক মহলে কিন্তু জল্পনা বাড়তে শুরু করেছে সায়ন্তন বসুর নীরবতার জন্য। তাহলে শেষমেশ সায়ন্তন বসুও কি ধরতে চলেছেন তৃণমূলের পতাকা! চর্চা বাড়ছে রাজনৈতিক মহলে। কলকাতা পুরসভার ভোটে দলের ভরাডুবির পরই রাজ্য বিজেপির সমস্ত কমিটিতেই পরিবর্তন করা হয়েছে। কিন্তু এই পরিবর্তনের ফলে রাগ করা নেতাদের লিস্ট কত লম্বা হয়, সেটাই দেখার বিষয়।