রাজনীতি
আসানসোল, বালিগঞ্জের সঙ্গে মানিকতলাতেও উপনির্বাচন চেয়ে কমিশনকে চিঠি দিচ্ছে তৃণমূল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : রবিবারই প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডে। তাঁর মৃত্যুতে মানিকতলা কেন্দ্রটি খালি হয়েছে। ফলে সেখানে উপনির্বাচন দরকার। দেখা যাচ্ছে দু’টি বিধানসভা কেন্দ্র এবং একটি লোকসভা কেন্দ্র খালি রয়েছে।
গত ৪ নভেম্বর প্রয়াত হয়েছেন রাজ্যের আর এক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুতে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রটিও খালি হয়েছে। এছাড়া গত বছরের ২৭ অক্টোবর সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। ফলে আসানসোল লোকসভা কেন্দ্রটিও খালি। স্বাভাবিক ভাবেই নির্বাচন কমিশনকে খালি হওয়ার এই তিন কেন্দ্রে ছয় মাসের মধ্যে উপনির্বাচন করতে হবে। ফলে আশা করা যায় পাঁচ রাজ্যের নির্বাচন মিটে গেলেই বালিগঞ্জ ও আসানসোল কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করতে পারে কমিশন।
সেই কারণেই আসানসোল, বালিগঞ্জের সঙ্গেই মানিকতলা কেন্দ্রের উপনির্বাচন করিয়ে নিতে চায় তৃণমূল। এই মর্মে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছে তৃণমূল। যেহেতু আসানসোল এবং বালিগঞ্জ কেন্দ্র দু’টি আগেই খালি হয়েছে, তাই মানিকতলাকে বাদ রেখে ওই দুটি কেন্দ্রের উপনির্বাচনের দিন নির্বাচন কমিশন ঘোষণা করতে পারে বলেই মনে করছে তৃণমূল। তাই আগে থেকেই একসঙ্গে মানিকতলার নির্বাচন করার আবেদন নির্বাচন কমিশনের কাছে জানিয়ে রাখতে চায় তৃণমূল।