শহিদ দিবস ২০২২: অফলাইন শহিদ দিবসে যোগ দিতে লোকেলোকারণ্য ধর্মতলা
Connect with us

বাংলার খবর

শহিদ দিবস ২০২২: অফলাইন শহিদ দিবসে যোগ দিতে লোকেলোকারণ্য ধর্মতলা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা অতিমারি কাটিয়ে আজ তৃণমূলের মেগা ইভেন্ট। দু’বছর পর অফলাইনে হচ্ছে শহিদ দিবস পালন। আজ বৃহস্পতিবার শহিদ দিবসে নেতৃত্ব দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার থেকেই দূর দুরান্তের জেলা থেকে কলকাতাগামী হয়েছেন তৃণমূলের কর্মী, সমর্থকরা।

আজ সব পথই ধর্মতলামুখী। সকাল থেকেই জেলায় জেলায় কর্মী সমর্থকরা শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে স্টেশনে ভিড় করছেন। কর্মী সমর্থকদের জন্য রয়েছে বিশেষ বাসের ব্যবস্থা। অটো, ছোটো ছোটো গাড়ি করেও ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা।

‘২১শে জুলাই ধর্মতলা চলো’ এই শ্লোগান নিয়ে ঝাড়গ্রাম থেকে ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বুধবার বিকেলে পর থেকেই ঝাড়গ্রাম রেল স্টেশনে দলের কর্মী সমর্থকরা ধর্মতলা যাওয়ার উদ্দেশ্যে জমায়েত হন। বুধবার বিকেল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলার উদ্দেশে যাত্রা শুরু করেছেন তাঁরা।

Advertisement

আরও পড়ুন: একুশে জুলাইয়ে বিশেষ উদ্যোগ, নেতা-নেত্রীদের জন্য বিশেষ ড্রেস কোড

ঝাড়গ্রাম রেল স্টেশনে প্রচুর কর্মী সমর্থকরা ভিড় করেছেন কলকাতার পথে রওনা দেওয়ার জন্য। দলের কর্মী সমর্থকরা ২১ জুলাইয়ের সভা থেকে দলীয় নেত্রী আগামী দিনের কী ভাবে রণকৌশল নেবে, কি বার্তা দেবেন সেই কথা শুনতে উদগ্রীব হয়ে রয়েছেন তাঁরা। এবার ঝাড়গ্রাম থেকে ২০০ বাস যাচ্ছে ২১ জুলাইয়ের সভায়। তৃনমূলের তরফে জানানো হয়েছে, বিভিন্ন ব্লক গুলি থেকে রাতেই বাসে, ছোট গাড়ি করে রওনা দিচ্ছে সকলেই।

আরও পড়ুন: Big Breaking: হাইকোর্টের অনুমতির পরও সভা বাতিল করল BJP

Advertisement

২১ শে জুলাইয়ের শহিদ স্মরণে ধর্মতলা যাওয়ার জন্য দুবরাজপুর রেল স্টেশনে তৃণমূলের কয়েক হাজার কর্মীদের ভিড়। পাশাপাশি এদিন দুবরাজপুর থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল। এদিন উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেন, দুবরাজপুর সিআই মাধব চন্দ্র মণ্ডল, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন সহ অন্যান্য আধিকারিকরা। অপর দিকে বোলপুর স্টেশন থেকে ও প্রচুর কর্মী সমর্থকরা একুশে জুলাই উদ্দেশ্যে রওনা দিলেন।