Big Breaking: বিরোধী প্রার্থী আলভাকেও সমর্থন নয়, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না তৃণমূল
Connect with us

দেশের খবর

Big Breaking: বিরোধী প্রার্থী আলভাকেও সমর্থন নয়, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না তৃণমূল

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : আগামী উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূল কংগ্রেস। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকেও সমর্থন করবে না তৃণমূল। বৃহস্পতিবার একুশে জুলাইয়ের সমাবেশের পর দলের সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী উপরাষ্ট্রপতি নির্বাচনে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকরকে প্রার্থী করেছে এনডিএ জোট।

রাজ্যের শাসক দল তৃণমূলের সঙ্গে জগদীপ ধনকরের সম্পর্ক যে মোটেও ভালো ছিল না, তা সকলেরই জানা। তাই ধনকরকে যে তৃণমূল কোনভাবেই ভোট দেবে না, তাও সকলের জানা ছিল। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সেই কথা আরও একবার পরিষ্কার করে জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘আমরা কোনভাবেই ইনডিএর-এর প্রার্থীকে সমর্থন করতে পারব না। বাংলার রাজ্যপাল থাকাকালীন আমরা জগদীপ ধনকরের রাজনৈতিক ভূমিকা সকলেই দেখেছি। একটি রাজনৈতিক দলের হয়ে তিনি কিভাবে কথা বলতেন, তা সকলেই দেখেছে। প্রত্যেক মুহূর্তে তিনি বাংলার মানুষকে অসম্মান করেছেন, তা সকলেই দেখেছে। তাই তাঁকে সমর্থন করা আমাদের পক্ষে কোনভাবেই সম্ভব নয়।’

বিরোধী শিবিরের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে মার্গারেট আলভাকে। কিন্তু প্রার্থী হিসেবে তাঁকেও পছন্দ নয় তৃণমূলের। অভিষেক অভিযোগ করেছেন, তৃণমূলের সঙ্গে ঠিকভাবে আলোচনা না করেই মার্গারেট আলভাকে প্রার্থী করেছে বিরোধী শিবির। সেই কারণে তৃণমূল উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে বলে জানিয়েছেন অভিষেক। এ প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, বিরোধী শিবিরের পক্ষ থেকে শেষ মুহূর্তে মার্গারেট আলভার নাম উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আমাদের ৩৫ জন সাংসদ রয়েছেন। অথচ সেই দলের সঙ্গেই এই বিষয়ে ঠিকমত আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিষেক বলেছেন, ‘আমাদের কাছে দ্বিতীয় বিকল্প ছিল বিরোধী শিবিরের প্রার্থীকে সমর্থন করা অথবা ভোট দান থেকে বিরত থাকা। দলের প্রায় ৮৫ শতাংশ সাংসদ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। এবং তাঁরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের মতামত প্রকাশ করেছেন।

Advertisement

তাঁরা সকলেই ভোট দান থেকে বিরত থাকার কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা না করেই উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। যেভাবে বিরোধী প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তার প্রতিবাদ জানাচ্ছি। তাই তৃণমূল সাংসদরা ঠিক করেছেন তৃণমূল আগামী ৬ তারিখ ভোটদান থেকে বিরত থাকবেন।’ তাহলে কি বিরোধী শিবিরে ফাটল ধরল? তার উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মার্গারেট আলভার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো। কিন্তু ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে তো আর নির্বাচনে অংশ নেওয়া যায় না। আমাদের সকলকেই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আর তার জন্য সমস্ত বিরোধী দলকে আহ্বান জানাচ্ছি। কিন্তু ভোট না দিলেই কি বিরোধী ঐক্যে ফাটল? তা নয়। আমাদের প্রক্রিয়াতে আপত্তি।’

প্রসঙ্গত, উপরাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী ঠিক করতে সম্প্রতি এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে বসেছিলেন সমস্ত বিরোধী দলের নেতা-নেত্রীরা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে, জয়রাম রমেশ, সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই-এর ডি রাজা ও বিনয় বিস্ময়, শিবসেনার সঞ্জয় রাউত, ডিএমকে-এর টি আর বালু ও ত্রুচি শিবা, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, এডিএমকে-এর ভাইকো, টিআরএস-এর কেশব রাও, আরজেডি-এর এডি সিং এবং কেরালা কংগ্রেসের হোসে কে মাণি। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমেই মার্গারেট আলভার নাম চূড়ান্ত হয়। সেই বৈঠকে তৃণমূল এবং আম আদমি পার্টির কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

শরদ পাওয়ার জানিয়েছিলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন তাঁরা। কিন্তু তারপরই উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মার্গারেট আলভার নাম ঘোষণা করে দেয় বিরোধী শিবির। আর তাতেই আপত্তি জানিয়ে মার্গারেট আলভাকেও সমর্থন না জানানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। তাই আগামী ৬ অগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোটদান থেকে বিরত থাকবে বলেই বৃহস্পতিবার জানিয়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.