আন্তর্জাতিক
নেতাজির মূর্তিতে মাল্যদানকে ঘিরে ভাটপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ! চলল গুলি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নেতাজির জন্ম বার্ষিকীতে আবারও উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। নেতাজির মূর্তিতে মাল্যদানকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল ও বিজেপি। বিজেপি সাংসদ অর্জুন সিংকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
পাল্টা সাংসদের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ৭ রাউন্ড গুলি চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামে র্যাফ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ভাটপাড়ার বিজেপি বিধায়ক তথা অর্জুন সিং-এর পুত্র পবন সিং নেতাজির মূর্তিতে মাল্যদানের সময় তৃণমূল সমর্থকদের সঙ্গে বিজেপি সমর্থকদের বচসা বেধে যায়। মুহূর্তে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর সঙ্গেও ধস্তাধস্তি চলে তৃণমূল সমর্থকদের। বিজেপি-র অভিযোগ, তাদের শান্তিপূর্ণ মাল্যদান অনুষ্ঠানে তৃণমূল হামলা চালিয়েছে। সংসদ অর্জুন সিংকে লক্ষ্য করে ইট বৃষ্টি অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের পাল্টা অভিযোগ, নিরাপত্তারক্ষীদের নিয়ে সাংসদই তাদের উপর চড়াও হন।
এবং তাঁর নিরাপত্তারক্ষীরা গুলি চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস চালায় পুলিশ। ভাটপাড়ার পুর প্রশাসক গোপাল রাউতও নেতাজির প্রতিকৃতিতে মালা দিতে আসেন। জানা গিয়েছে, এই মালা দেওয়াকে ঘিরেই তৃণমূল-বিজেপির মধ্যে বাঁধে সংঘর্ষ। অর্জুন সিং-এর অভিযোগ, তৃণমূল ভাটপাড়াকে অশান্ত করার চেষ্টা করছে। গুন্ডামি চালাচ্ছে। তারই পরিণাম এই সংঘর্ষের ঘটনা। তৃণমূলের লোকেরাই তাঁর নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে দাবি করেছেন সাংসদ। এই ঘটনার পরই ভাটপাড়ায় যান রাজ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবারের ভাটপাড়ার এই ঘটনা পৌঁছে গিয়েছে দিল্লিতেও।
জানা গিয়েছে, ঘটনার খবর পেয়েই অর্জুন সিংকে ফোন করেছিলি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় ১০ মিনিটে দু’জনের মধ্যে কথা হয়। গোটা ঘটনার কথা বিস্তারে অর্জুন সিং স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। সব কথা শোনার পর অমিত শাহ লোকসভার স্পিকারকে একটি চিঠি দেওয়ার নির্দেশ দেন অর্জুন সিংকে। তারপরই স্পিকার ওম বিড়লার দফতরে চিঠি পাঠিয়ে দেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। এই ব্যাপারে অর্জুন সিং জানিয়েছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে ফোন করেছিলেন। আমি গোটা ঘটনা বিস্তারিত ভাবে তাঁকে জানিয়েছি। তিনি আমাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। সেই মতোই আমি পদক্ষেপ নিচ্ছি।’