বাংলার খবর
চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য ২০ জনের তারকা প্রচারকের নাম ঘোষণা তৃণমূল ও বিজেপির

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগামী ৩০ অক্টোবর খড়দহ, গোসাবা, শান্তিপুর, দিনহাটায় উপনির্বাচন। করোনার কারণে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে একাধিক বিধি-নিষেধের নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। তারমধ্যে সর্বাধিক ২০ জন তারকা প্রচারককে নিয়ছ প্রচার করা যাবে বলে জানিয়ে দিয়েছিল কমিশন। সেইমতো আজ কমিশনের কাছে কুড়ি জন তারকা প্রচারকের তালিকা নির্বাচন কমিশনে জমা দিল তৃণমূল ও বিজেপি।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ তাঁর দলের ২০ জন তারকা প্রচারকের তালিকা মুখ্য নির্বাচন কমিশনার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রচারের প্রধান মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় রয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, মনোজ তিওয়ারির, সাংসদ সৌগত রায়, শতাব্দী রায়, দীপক অধিকারী (দেব), মিমি চক্রবর্তী, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, অদিতি মুন্সীকা, সায়নী ঘোষের পাশাপাশি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষও।
এদিন বিজেপির তরফ থেকেও কুড়ি জন তারকা প্রচারকের নাম কমিশনের কাছে পাঠান হয়েছে। সেই তারকা প্রচারকের তালিকায় রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, গিরিরাজ সিং, প্রতিমা ভৌমিক, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, নরেন্দ্র মোদি মন্ত্রিসভায় বাংলার চার প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা, শান্তনু ঠাকুর, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা। এছাড়াও তারকা প্রচারকের তালিকায় জায়গা পেয়েছেন, অমিতাভ চক্রবর্তী, দেবশ্রী চৌধুরী, রূপা গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, শমীক ভট্টাচার্য এবং মাফুজা খাতুন।