লাইফ স্টাইল
ত্রিগ্রহী যোগ! কোন রাশির জাতকদের হাতে আসবে টাকা জানেন…

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জ্যোতিষ শাস্ত্র মতে কোনও একটি রাশি দুটি বা তিনটি গ্রহের জ্যোতি বিশেষ গুরুত্ব বহন করে। তারপরই শুরু হয় ত্রিগ্রহী যোগ। বর্তমান সময়ে হত ১৭ই মে মীন রাশিতে প্রবেশ করেছেন গ্রহের সেনাপতি মঙ্গল। আর তাঁর অবস্থানে রয়েছে বৃহস্পতি। তবে আগামীতে সেই গ্রহে শুরু হবে শুক্রের আগমন। তার ফলে মীন রাশিতে তৈরি হবে ত্রিগ্রহী যোগ।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ত্রিগ্রহী যোগের ফলে একাধিক রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। হাতে আসবে টাকা। সেই তালিকায় কারা আছেন, দেখে নিন।
১. মিথুন রাশিঃ ত্রিগ্রহী যোগের ফলে মিথুন রাশির জাতকরা লাভবান হবেন। আয় বাড়বে। পৈতৃক সম্পত্তি থেকেও লাভ আসবে। গাড়ি কেনার ভাল সময় এটা। বিবাহিত জীবন সুখকর হবে।
২. বৃষ রাশিঃ চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে। চাকরিতে পদোন্নতি ঘটবে। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন।
৩. বৃশ্চিক রাশিঃ আচমকা অর্থ লাভ হবে। মজবুত হবে আর্থিক অবস্থা। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তা পাবেন। কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাহস থাকবে। সন্তান আগমনের খবর পেতে পারেন।