বাংলার খবর
সময় মতো ট্রেন আসে না, প্রতিবাদে রেল অবরোধ নিত্যযাত্রীদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্টেশনে ট্রেন আসে, কিন্তু তার কোনও সময়ের ঠিক নেই। যাত্রীরা সময় মতো স্টেশনে এসে বসে থাকলেও ট্রেনের দেখা নেই। সময়ে ট্রেন এলে যে সময়ে গন্তব্যে পৌঁছে যাওয়া যেত, সেই সময় পার হয়ে গেলেও ট্রেনের দেখা পাওয়া যায় না বলেই অভিযোগ নিত্য যাত্রীদের। তার ওপর সকালে হাওড়াগামী একটি ট্রেন গত কয়েকমাস ধরে বন্ধ রাখা হয়েছে।
ফলে তাঁরা প্রতিদিনই হয়রানির শিকার হচ্ছিলেন। বহুদিন ধরেই এই অভিযোগ করে আসছিলেন নিত্যযাত্রীরা। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই আজও ট্রেন সময়মতো না আসায় সকাল সোয়া সাতটা নাগাদ হুগলির তালান্ডু স্টেশনে লাইনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন নিত্যযাত্রীরা। এই অবরোধের জেরে হাওড়া-বর্ধমান আপ ও ডাউন মেইন লাইন শাখায় একাধিক লোকাল ও দূর পাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। বহুযাত্রী অসুবিধার সম্মুখীন হন। যাত্রীদের অভিযোগ, তালান্ডু স্টেশনে লোকাল ট্রেন সঠিক সময়ে আসে না।
প্রত্যেকদিন লেট করে। ফলে, ট্রেনের ভরসায় থেকে কর্মস্থলে পৌঁছাতে প্রায় দিনই দেরি হয়ে যায়। রেল কতৃপক্ষকে বহু বার জানিয়েও কোনও সমাধান না হওয়ায় তাঁরা অবরোধ করেছেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জিআরপি এবং আর পি এফ। জিআরপি অবরোধকারীদের সমস্যার সমাধান করার ব্যপারে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন যাত্রীরা। প্রায় দু’ঘণ্টা অবরোধ থাকার পর হাওড়া-বর্ধমান আপ এবং ডাউন মেইন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।