বিপর্যয় মোকাবিলায় হাতে-কলমে প্রশিক্ষণ
Connect with us

বাংলার খবর

বিপর্যয় মোকাবিলায় হাতে-কলমে প্রশিক্ষণ

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এবং বন্যার ভয়াবহতা যেন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতি বছর বন্যার কারণে ভয়ানক ক্ষতির মুখে পড়তে হয় মহকুমার মানুষজনকে। সম্পত্তির ক্ষতি তো বটেই এমনকি প্রাণহানির সংখ্যাও কম হয়না। সরকারের তরফে প্রতিবছরই মোতায়েন করা হয় জাতীয় বিপর্যয় মোকাবিলার বিশেষ দলকে। কোনোও দূর্ঘটনায় এনডিআরএফ এর সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগে মানুষ কিভাবে নিজেদের বিপদ থেকে রক্ষা করবেন সেই সংক্রান্ত প্রশিক্ষণ হাতে-কলমে দিতেই বৃহস্পতিবার ঘাটাল মহকুমার জ্যোতিষ চন্দ্র মেমোরিয়াল টাউন হলে একটি জনপ্রশাসনের ব্যবস্থা করা হয়।

ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস এর ব্যবস্থাপনায় ও এনডিআরএফ এর সদস্যদের যৌথ উদ্যোগে চলে প্রশিক্ষণ। ঘাটালের শিলাবতী নদীর উপর সকল দুর্ঘটনা ও তার উদ্ধারকাজের ব্যবস্থাও করে দেখান এনডিআরএফ এর সদস্যরা। ঘাটালে মহকুমাশাসক সুমন বিশ্বাস জানান সাধারণ মানুষ যদি বিপর্যয় মোকাবিলার প্রাথমিক প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে অনেকটাই প্রাণহানির সংখ্যা এড়ানো যেতে পারে।

অন্যদিকে, এনডিআরএফ এর আধিকারিক ক্ষেমচন্দ্র মিনা জানান, যদিও বন্যা চলাকালীন একটি দল ঘাটালে মোতায়েন থাকে কিন্তু বিপর্যয় মোকাবিলার জন্য মানুষজন কিছুটা হলেও প্রশিক্ষিত হয়ে উঠুক। এই ধরনের প্রশিক্ষণ আরো বেশ কয়েকবার চলবে বলেই জানিয়েছেন তিনি।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.