ট্রেন বাতিল, হাওড়ায় অপেক্ষারত যাত্রীদের খাবার দিয়ে সাহায্য জিআরপি-এর
Connect with us

বাংলার খবর

ট্রেন বাতিল, হাওড়ায় অপেক্ষারত যাত্রীদের খাবার দিয়ে সাহায্য জিআরপি-এর

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অগ্নিপথ নিয়ে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা দেশ। সেনাবাহিনীতে ৪ বছরের চুক্তিভিত্তিক নিয়োগের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় চলছে আন্দোলন ও অশান্তি। উত্তর প্রদেশ, বিহার, তেলেঙ্গানা সহ একাধিক রাজ্যে ট্রেন অবরোধ করার পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয়েছে ট্রেন। ভাঙচুর করা হয়েছে স্টেশন। ফলে ব্যাহত হচ্ছে ট্রেন পরিষেবাও। ছাত্র আন্দোলনের জেরে হাওড়া স্টেশন থেকেও বেশকিছু দূরপাল্লার ট্রেন বাতিল এবং সময়সূচী পরিবর্তন করা হচ্ছে প্রতি মুহূর্তে। ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। দিনরাত স্টেশনেই কাটাতে হচ্ছে তাঁদের। এবার তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এল হাওড়া জিআরপি। স্টেশনে অপেক্ষারত যাত্রীদেরকে খাবার প্রদান করা হচ্ছে হাওড়া স্টেশনে। ফলে দীর্ঘ সময় ধরে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় থাকা যাত্রীরা কিছুটা হলেও সুবিধা পেল।

অগ্নিপথ ইস্যুতে সোমবার বেশ কয়েকটি রাজ্যে ভারত বনধের ডাক দেওয়া হয়েছিল। সেই কারণে সোমবার নতুন করে বেশ কিছু ট্রেন বাতিল করার কথা ঘোষণা করে পূর্ব রেল। পূর্ব-মধ্য রেলে বিক্ষোভের আশঙ্কায় সোমবার আরও ২টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। বাতিল করা হয়েছে হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ও সাহিবগঞ্জ-দানাপুর এক্সপ্রেস। এছাড়াও বাতিল করা হয়েছে, ৫২৩৩ কলকাতা-দ্বারভাঙা এক্সপ্রেস, ১৩০৩১ হাওড়া–জয়নগর এক্সপ্রেস, ১৩১৩৭ কলকাতা-আজমগঢ় এক্সপ্রেস, ১৩৪০১ ভাগলপর-দানাপুর এক্সপ্রেস, ১৫৫৫৩ ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস, ১৩২৪১ বাঁকা-রাজেন্দ্রনগর (টার্মিনাস) এক্সপ্রেস, ১৩৪১৯ ভাগলপর-মুজফ্ফপুর এক্সপ্রেস।

এছাড়াও বেশকিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ২২৩১৭ শিয়ালদা-জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস দুপুর ১ টা ১০ মিনিটের পরিবর্তে বিকেল ৪ টেয় শিয়ালদা থেকে ছাড়বে। ১৩০২৫ হাওড়া-ভোপাল দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেস বেলা ১২টা ৩৫ মিনিটের পরিবর্তে দুপুর ২টো ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস দুপুর ১ টার পরিবর্তে দুপুর ৩ টে ১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ১২২৭৩ হাওড়া-নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস সকাল ৮ টা ৩৫ মিনিটের পরিবর্তে দুপুর ৩টে ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ১২৩০৩ হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস সকাল ৮ টার পরিবর্তে দুপুর ২ টো ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ১২৩৭১ হাওড়া-বিকানের এক্সপ্রেস সকাল ৮ টা ১৫ মিনিটের পরিবর্তে বিকেল ৫ টায় হাওড়া থেকে ছাড়বে। ১৩০২৫ হাওড়া-ভোপাল দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেস বেলা ১২টা ৩৫ মিনিটের পরিবর্তে দুপুর ২টো ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ১৩১৫১ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস সকাল ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে দুপুর ৩টেয় কলকাতা থেকে ছাড়বে।

Advertisement

বেশকিছু ট্রেনের যাত্রাপথ ছোট করা হয়েছে। ১৩৪০৯ মালদা টাউন-কিউল ইন্টারসিটি এক্সপ্রেস সাহিবগঞ্জ পর্যন্ত যাবে। ১৩৪১০ কিউল-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস সাহিবগঞ্জ থেকে চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.