নববর্ষে জল-বাতাসা দিয়ে গাড়ি চালকদের মিষ্টিমুখ, সৌহার্দ্যের বার্তা ট্র্যাফিক পুলিশের
Connect with us

বাংলার খবর

নববর্ষে জল-বাতাসা দিয়ে গাড়ি চালকদের মিষ্টিমুখ, সৌহার্দ্যের বার্তা ট্র্যাফিক পুলিশের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  নববর্ষে বাতাসা ও জলের মাধ্যমে গাড়ি চালকদের মিষ্টি মুখ করালেন সাঁতরাগাছি ট্রাফিক গার্ডের আধিকারিকরা। নববর্ষের দিন নতুন বছরের শুভেচ্ছা ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধির উদ্যেশ্যে এই কর্মসূচি বলেই ট্রাফিক গার্ড সূত্রে খবর। শুক্রবার সকালে দেখা গেল এক নতুন রূপে সাঁতরাগাছি ট্রাফিক গার্ডের কর্মীদের।

সাধারণত হাত দেখিয়ে গাড়ি দাঁড় করিয়ে কাগজ পরীক্ষা করার চিত্র দেখে অভ্যস্ত সকলেই। তাই রাস্তায় গাড়ি চালানোর সময় ট্রাফিক কর্মী হাত দেখিয়ে গাড়ি দাঁড় করাতে বললেই মনে ভয় ও একরাশ বিতৃষ্ণায় ভরে যায় সকলেরই। তবে আজকে গাড়ি দাঁড় করিয়ে কাগজ দেখা নয় বরং জলের বোতল ও বাতাসা খাইয়ে মুখ মিষ্টি করাচ্ছেন সাঁতরাগাছি ট্রাফিক গার্ডের কর্মীরা।

আরও পড়ুন: ‘সৌগত বাবু সহ সকলের সৎবুদ্ধি, সৎ সাহস হোক, সত্য কথা বলার সাহস হোক’: দিলীপ ঘোষ

Advertisement

নিদারুণ গরমে যখন প্রাণ ওষ্ঠাগত। সেই সময় সামান্য জল ও বাতাসও প্রাণে এক অনন্য অনুভূতি এনে দেয় তা আর বলার অপেক্ষা রাখে না। সাঁতরাগাছি ট্রাফিক গার্ডের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন গাড়ি চালকরা। এভাবেই বছরের সব দিনে চালক ও পুলিশের সম্পৰ্ক সুমধুর হোক এটাই চাইছেন দুই পক্ষই। 

অন্যদিকে নববর্ষের দিন পর্যটকদের লাল গোলাপ ও মিষ্টি মুখ করিয়ে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানানো হল। শুক্রবার পর্যটন কেন্দ্র মূর্তিতে ঘুরতে আসা পর্যটকদের গোলাপ দিয়ে মিষ্টিমুখ করানো হয়। এদিন মুর্তি জিপসি ওনার্স অ্যাসোসিয়েশন, রহমান ফার্ম হাউস ও শ্যামলী ইকো রিসোর্টের তরফে ওই উদ্যোগ নেওয়া হয়। এদিন মুর্তি টিকিট কাউন্টার থেকে জিপসিতে করে জঙ্গলে যাওয়া পর্যটকদেরকেও মিষ্টিমুখ করানো হয়।

আরও পড়ুন: RanbirAlia Wedding: বিশেষ ‘ডুডল সাজে রালিয়া জুটির বিয়ে উদযাপন Amul-এর

Advertisement

পাশাপাশি এদিন মূর্তিতে ঘুরতে আসা পর্যটকদেরকেও মিষ্টিমুখ করানো হয়। রহমান ফার্ম হাউসের মালিক শেখ জিয়াউর রহমান বলেন,”বছরের প্রথম দিনে পর্যটকদের শুভেচ্ছা জানানোর জন্যই উদ্যোগ।এদিন মূর্তিতে ঘুরতে আসা পর্যটকদের নুতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।
তাঁদের এই উদ্যোগে খুশি হয় পর্যটকরা।