বাংলার খবর
বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনায় মৃত্যু কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পথ দুর্ঘটনায় মারা গেলেন কলকাতা পুলিশের তিলজলা ট্রাফিক গার্ডের অফিসার সার্জেন্ট শশীভূষণ মিনজ। বানতলার কাছে বাসন্তী হাইওয়েতে ডিউটি করছিলেন সার্জেন্ট মিনজ। রাস্তায় একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে গেলে মারাত্মক জখম হন তিনি।
গুরুতর আহত অবস্থায় তাঁকে আনা হয়েছিল বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই সার্জেন্টের শরীরের বাইরে কোথাও কোনও চোটের চিহ্ন ছিল না। ইন্টারনাল ইনজুরির কারণেই ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে।
ফলে মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।২০১৪ ব্যাচের অফিসার ছিলেন শশীভূষণ মিনজ। কোন গাড়ি ধাক্কা মারল, তা নিয়ে তদন্ত চলছে। সোমবার দুপুর পৌনে চারটে নাগাদ এই ঘটনা ঘটেছে। গাড়ি চাপা দিয়ে খুন না দুর্ঘটনা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ট্রাফিক সার্জেন্টের স্ত্রী ও এক শিশুকন্যা রয়েছে। বাড়ি উত্তরবঙ্গের হাসিমারায় হলেও কর্মসূত্রে মৃত সার্জেন্ট শশীভূষণ মিনজ সপরিবারে কলকাতার পার্ক স্ট্রীটে থাকতেন।