বাংলার খবর
শব্দ দূষণ কমাতে ট্রাফিক পুলিশের অভিযান, বাইকের মডিফাইড সাইলেন্সার ভাঙছে পুলিশ!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘদিন ধরেই এলাকায় শব্দ দূষণ রুখতে জনসচেতনামূলক প্রচার চালাচ্ছিল পুলিশ। অবশেষে শব্দ দূষণ রুখতে কড়া হাতেই রাস্তায় নামলো আলিপুরদুয়ার ট্রাফিক পুলিশ। আর এতে কাজও হয়েছে। পুলিশের কড়াকড়িতে যাদের বাইকে মডিফাইড সাইলেন্সার লাগানো ছিল, ভয়ে তারা তা খুলে ফেলেছে। কিন্তু তাতেও সমস্যা পুরোপুরি মেটেনি। তারপরও অনেকেই মোটর বাইক নিয়ে বিকট শব্দ করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। তাদের শায়েস্তা করতেই শনিবার আলিপুরদুয়ার ট্র্যাফিকের ওসি জাকারিয়া আলির নেতৃত্বে অভিযানে নামেন আলিপুরদুয়ার ট্র্যাফিক কর্মীরা।
জেলায় শব্দ দূষণকারী মোটর বাইক দেখলেই তা আটক করছে আলিপুরদুয়ার ট্রাফিক পুলিশ। শব্দ দূষণ যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে ৬০ ডেসিবেলের বেশি শব্দ করা মডিফাইড সাইলেন্সার বাইক থেকে সঙ্গে সঙ্গে খুলে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, খোলার সঙ্গে সঙ্গেই সাইলেন্সার গুলিকে নষ্ট করে দিচ্ছে পুলিশ। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় এইরকম ১৬টি বাইকের মডিফাইড সাইলেন্সার খুলে নিয়ে নষ্ট করে দিয়েছে ট্রাফিক পুলিশ। সব থেকে বড় কথা, তার মধ্যে একাধিক পুলিশকর্মীরও বাইক ছিল!
আলিপুরদুয়ার ট্রাফিক পুলিশের ওসি জাকারিয়া আলি বলেছেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই আমরা এই অভিযানে নেমেছি। জেলাকে শব্দ দূষণমুক্ত করতে আমরা সব রকমের ব্যবস্থা গ্রহণ করছি।’ আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, ‘মডিফাইড সাইলেন্সার লাগানো বাইকগুলোর বিকট শব্দে তিতি বিরক্ত হয়ে উঠেছিল আলিপুরদুয়ারের মানুষ। এই নিয়ে আমাদের কাছে একাধিক অভিযোগ আসছিল। তারপরই আমরা অভিযানে নামি। শব্দ দূষণ মাপার যন্ত্র নিয়ে গোটা জেলায় অভিযান চালাচ্ছে ট্রাফিক পুলিশ। ইতিমধ্যেই ১৬ বাইক আটক করা হয়েছে। এবং বেশ কয়েকজনকে জরিমানাও করা হয়েছে। পুলিশ কর্মীদের বাইকও যদি শব্দ দূষণ ছড়ায়, তাদের বিরুদ্ধেও আমরা করা ব্যবস্থা নিচ্ছি।’