বেহাল পাহাড়ি রাস্তা, ঝুকি মাথায় চলছে যান চলাচল
Connect with us

বাংলার খবর

বেহাল পাহাড়ি রাস্তা, ঝুকি মাথায় চলছে যান চলাচল

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবিরাম বৃষ্টি ও ধসে বেহাল পাহাড়ি এলাকার রাস্তা, চলাচলে অসুবিধা‌। যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। বিগত কয়েকদিন ধরেই ডুয়ার্স ও পাহাড়ি এলাকায় চলছে লাগাতার বৃষ্টি। কখনও প্রবল বেগে আবার কখনও ঝিরিঝিরি। বৃষ্টি হলেই কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় ভুমিধসের প্রবনতা বেড়ে যায়। আর এই ভুমি ধসের ফলে বেহাল হয়ে উঠেছে গরুবাথান ব্লকের পাহাড়ি এলাকার রাস্তাগুলি। কার্যত জীবনের ঝুঁকি নিয়েই স্থানীয়রা চলাচল করছে। গরুবাথান সদর থেকে ঝান্ডি যাবার রাস্তা মাত্র ২৩ কিলোমিটার। ঝান্ডি ইতিমধ্যে তার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষনের কেন্দ্রবিন্দু।

গরুবাথান থেকে খানিক এগিয়ে ফাগু চা বাগানের পাশ দিয়ে রয়েছে পাহাড়ী রাস্তা। পথে পড়ে সুন্তলে, বাজদেরিয়া, নিমবস্তীর মতন পাহাড়ি গ্রামগুলি। নিমবস্তী এলাকা ঘিরে সাড়ে তিন কিলোমিটার রাস্তার অবস্থা এখন বেহাল। কয়েকদিন ধরে বৃষ্টিতে পাহাড়ের বেশ কিছু এলাকায় ধস পড়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ছোট গাড়ী যেতে অসুবিধায় পড়েছে। গাড়ি গেলেও রাস্তা সংকীর্ন হওয়ায় গাড়ি থেকে নেমে যাত্রী বা পর্যটকরা পায়ে হেটে যাচ্ছেন। ওই ঝুকির জায়গা পার হলে তারপর গাড়িতে উঠছেন যাত্রীরা। এই রাস্তার উপর থাকা গ্রামগুলোর মানুষের জীবন জীবিকা এই পর্যটকদের উপরই অনেকটা নির্ভরশীল।

রাস্তা ছোটো খাটো খারাপ হলে নিজেরা রাস্তার সংস্কার করে। কিন্তু কাজটা বড় হলে প্রশাসনের উপর নির্ভর করা ছাড়া আর কোন উপায় থাকে না। ২০২১ সালে পুজার সময় এইরকমই হয়েছিল। রাস্তা চলাচলের উপযোগী করে তুলেছিলেন তারা। পরে প্রশাসনের পক্ষ থেকেও রাস্তা ঠিক করা হয়েছিল। তবে এবার বৃষ্টিতে রাস্তার অবস্থা খারাপ হয়ে চলাচলে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। জীবনের ঝুকি মাথায় নিয়েই পর্যটকরা যাচ্ছেন। কবে রাস্তা ঠিক হবে, সেই দিকেই তাকিয়ে সকলে।

Advertisement

 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.