বাংলার খবর
মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল ৭ বছরের শিশু! পুলিশের তৎপরতায় সন্তানকে ফিরে পেল বাবা-মা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মায়ের বকুনি খেয়ে কাউকে না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়া এক সাত বছরের শিশুকে উদ্ধার করে তার বাবা মা’র কাছে ফিরিয়ে দিল পুলিশ। পুলিশের এই মানবিক মুখের ফের দেখা মিলল রবিবার দুপুরে বালুরঘাট শহরে।
জানা গিয়েছে, বালুরঘাট শহরের নাট্যমন্দির এলাকার এক শিশু মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে প্রথমে বাড়ির লোকজন তা খেয়াল না করলেও পরে শিশুটির খোঁজ করতে গেলে তারা তাকে বাড়ির চৌহদির মধ্যে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। ততক্ষনে শিশুটি মনের দুখে বাড়ি থেকে বেরিয়ে হাটতে হাটতে একা একাই প্রায় দেড় কিমি পথ পেড়িয়ে ৫১২ নম্বর জাতীয় সড়ক ধরে পাগলিগঞ্জের দিকে চলে আসে। জাতীয় সড়কের উপর রঘুনাথপুরে বিএম হাই স্কুলের কাছে তখন বালুরঘাট থানার ট্রাফিক পুলিশের নাকা চেকিং চলছিল। সে সময় বালুরঘাট ট্রাফিক পুলিশের এক কনেস্টেবল বালুরঘাট বিএম হাই স্কুল এলাকায় ওই শিশুটিকে উদ্ভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়াতে দেখতে পান।
সঙ্গে সঙ্গে তিনি অন্যদের বিষয়টি জানালে তাঁরা গিয়ে শিশুটিকে উদ্ধার করে বালুরঘাট ট্রাফিক থানায় নিয়ে যায়। সেখান থেকে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে ওই শিশুটির বাড়ির খোঁজ পায় পুলিশ। এরপরেই পুলিশ শিশুটির বাবা ও মাকে ডেকে নিয়ে এসে তাঁদের হাতে শিশুটিকে তুলে দেয়। বাবা-মা ও বাড়ির লোকজন বালুরঘাট থানার ট্রাফিক বিভাগের পুলিশের প্রতি তাঁদের কৃতজ্ঞতা জানিয়ে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে হাঁফ ছেড়ে বাঁচেন। এ খবর জানাজানি হতেই পুলিশের এই মানবিক মুখকে সাধুবাদ জানিয়েছে বালুরঘাট শহরের সাধারণ মানুষ।