বাংলার খবর
Breaking News: দার্জিলিংয়ে লাইনচ্যুত টয়ট্রেন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের লাইনচ্যুত টয়ট্রেন। এনজেপি- দার্জিলিং আপ টয়ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত। গয়াবাড়ি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে টয় ট্রেনের ইঞ্জিন। দীর্ঘক্ষণ ওই টয় ট্রেনটি লাইনের উপরেই দাঁড়িয়ে থাকে ৷ খবর পেয়ে তিনধারিয়া ওয়ার্কশপ থেকে পাঠানো হয় একটি রিকভারি ভ্যান। রিকভারি ভ্যানের চেষ্টায় ফের ইঞ্জিনটিকে লাইনে তোলা হয়।
ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, এদিন নিউ জলপাইগুড়ি রেল স্টেশন হয়ে শিলিগুড়ি জংশন হয়ে তিনধারিয়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। কিন্তু গয়াবাড়ির কাছে যেতেই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। দীর্ঘক্ষণ ওই টয় ট্রেনটি লাইনের উপরেই দাঁড়িয়ে থাকে ৷
ঘটনায় বিপাকে পড়তে হয় যাত্রীদের। দুটি কামরায় মোট ২৮ জন যাত্রী ছিল। খবর পেয়ে তিনধারিয়া ওয়ার্কশপ থেকে পাঠানো হয় রিকভারি ভ্যান। রিকভারি ভ্যান গিয়ে ফের ইঞ্জিনটিকে লাইনে তোলে। পরে টয় ট্রেনটি ফের তিনধারিয়ায় পৌঁছয়। প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা টয় ট্রেনটি বেলাইন পরিস্থিতিতে থাকে। তবে এই নিয়ে চলতি মরশুমে দ্বিতীয়বার লাইনচ্যুত হল টয় ট্রেন।
এদিকে এই ঘটনায় ফের একবার ডিএইচআর-এর যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এই প্রসঙ্গে বলেন, “লাইনচ্যুত হয়েছে বলে শুনেছি। তবে সেটিকে ফের লাইনে তোলা হয়েছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কেন এরকম ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।”