টমেটোর দরেও সেঞ্চুরি! মাথায় হাত মধ্যবিত্তের
Connect with us

দেশের খবর

টমেটোর দরেও সেঞ্চুরি! মাথায় হাত মধ্যবিত্তের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দিন যত যাচ্ছে ততই হু-হু করে বাড়ছে সবকিছুর দাম। জ্বালানি থেকে সবজি সবকিছুর দামই আকাশছোঁয়া। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মাত্রারিক্ত দামে বাজারে গিয়ে কালঘাম ছুটছে আমজনতার।

কলকাতা সহ দেশের বিভিন্ন রাজ্যের বাজারে দাম বেড়েছে টমাটোর। ঝালে-ঝোলে দরকারি এই সবজির দামে সেঞ্চুরি হাঁকাচ্ছে। তাই সাধারণ মানুষের হেঁশেলে ব্রাত্য থাকছে এখন Tomato। কয়েক দিন আগেও কাঁচাবাজারে টমাটোর দাম কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা করে থাকলেও হঠাৎ করেই বেড়ে গিয়েছে এই সবজির দাম। গরমের শুরুতেই মাত্রাতিরিক্ত তাপের জেরেই ক্ষতি হয়েছে টমেটো চাষের। যারফলে অনেক জায়গাতেই দাম ছুঁয়েছে ১০০ টাকা কেজি।

জানা গিয়েছে, গত ১৫ দিনের মধ্যে কলকাতার বাজার সহ বাংলার জেলার বাজারগুলিতেও টমাটোর দাম ১০০ টাকা হয়ে গিয়েছে। ভুবনেশ্বরেও টমেটোর দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। কিছু জায়গায় এখন দাম রয়েছে ১১০ থেকে ১২০ টাকা প্রতি কেজি। মহারাষ্ট্রের মুম্বইতেও টমেটোর দাম ১০০ টাকা পার করেছে দিন সাতেক আগেই।

Advertisement

আরও পড়ুন: ‘মোদি সরকার গরিবের সরকার’, গুজরাটের মঞ্চ থেকে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর

টমেটোর এই অত্যাধিক দাম নিয়ে এখনই কোনও আশার আলো দেখা যাচ্ছে না। যারফলে ঠিক কবে টমেটোর দাম কমবে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে মনে করা হচ্ছে জুনে বৃষ্টি নামলেই কমতে পারে টমেটোর দাম। আপাতত সেদিকেই তাকিয়ে ক্রেতারা।

আরও পড়ুন: মোদি সরকারের অজানা তথ্য ফাঁস করলেন ভাই প্রহ্লাদ মোদি

Advertisement

এদিকে টমেটোর মাত্রারিক্ত দামের ফলে লাভের মুখ দেখতে পারছেন না ব্যবসায়ীরা। কারণ, আগে যে সমস্ত ক্রেতারা ১ কেজি ২ কেজি করে বাজার থেকে টমেটো কিনে নিয়ে যেতেন, তাঁরাই এখন টমেটোর দিক থেকে মুখ ঘোরাচ্ছেন বলে জানিয়েছেন বহু ব্যবসায়ী। শুধু তাই নয়, টমেটোর এভাবে দাম বৃদ্ধির কারণে এককেজির বদলে এখন ২৫০/৫০০ গ্রামে নেমে এসেছে এই সবজির বিক্রি। খুব স্বাভাবিক ভাবেই টমেটোর ফলন কমতে সরবরাহ কমেছে পাইকারি বাজারে, ফলে চড়েছে দামও।

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.