লুকিয়ে বিয়ে সারলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী
Connect with us

বাংলার খবর

লুকিয়ে বিয়ে সারলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী

Dwip Narayan Chakraborty

Published

on

5/5 - (1 vote)

বেঙ্গল এক্সপ্রেসঃ  অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী অনেকদিন ধরে সিঙ্গেল রয়েছিলেন। কিন্তু হঠাৎ কোণের সাজে ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করাতে সোশ্যাল মিডিয়াতে যেন তুমুল ঝড় উঠে গিয়েছে। সবাই বলছে মিমি চক্রবর্তী বিয়ে করে নিয়েছেন। তাও কাউকে না জানিয়ে।

নেটেজনদের বিভিন্ন ধরনের কমেন্ট এর কোন জবাব দেননি, নায়িকা মিমি চক্রবর্তী। আর বলবে নাই বা কেন হাতে শাখা পলা গায়ে বেনারসি মাথায় মুকুট সবই তো বিয়েরই লক্ষণ । তিনি পরবর্তীতে আরেকটি ছবি পোস্ট করে নিচে ক্যাপশন দিয়ে লিখেছে বিয়ে নয়, এক গয়না বিজ্ঞাপনের জন্য তিনি এমনভাবে সেজেছেন। আর এই কথা শুনে অনেকেই তো হতাশ হয়ে গিয়েছে আবার অনেকেই বলছে যে আপনাকে নতুন বউ হিসেবে কবে দেখবো আমরা।

আরও পড়ুন- টলি,বলি ছেড়ে এবার ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও রহস্যজনক মৃত্যু

Advertisement

নিজের ব্যক্তিগত জীবন হোক বা রাজনৈতিক জগৎ কিংবা অভিনয় জগত সবসময় খবরের শীর্ষে রয়েছেন মিমি চক্রবর্তী। সম্প্রতি নন্দিতা রায় এবং শিব প্রসাদ মুখার্জির পোস্টার হিন্দি রিমেকের অফিশিয়াল পোস্টার উন্মোচন করেছেন মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী ছাড়াও ছবিতে রয়েছে পরেশ রাওয়াল, সৌমিত্র চ্যাটার্জী, শিব পন্ডিত, নিনা কুলকার্নি এবং মনোজ জোশি।  

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.