বাংলার খবর
সকাল থেকেই মুখভার আকাশের, প্রবল বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত দু’দিনের ঝড় বৃষ্টির জেরে বুধবারের সকালে স্বস্তির নিশ্বাস। বৈশাখী সকালে খানিকটা হলেও মুক্তি মিলেছে প্যাঁচপেঁচে গরমের হাত থেকে। আগামী কয়েক দিনও খুব একটা হেরফের হবে না তাপমাত্রার।
হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার এবং বৃহস্পতিবারেও হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির কারণে এই কয়দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা থাকবে বেশ মনোরম। এদিনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেতে শুরু হয়েছিল ব্রহ্মার পুজো, জানুন এই পুজোর প্রাচীন ইতিহাস
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, নদীয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, বর্ধমান, বীরভূম ও পুরুলিয়ায়। এছাড়াও দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। যারফলে আপাতত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও হেরফের হচ্ছে না।
আরও পড়ুন: কাজ করার পরও মেলেনি পারিশ্রমিক, BJP বিধায়কের বিরুদ্ধে ধর্নায় যুবক
বুধবার সেভাবে মিলবে না রোদের দেখা। সারাদিনেই আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির কাছাকাছি। এদিকে আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রাজ্যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যারফলে আপাতত চার-পাঁচদিন মিলবে ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।