বাংলার খবর
সপ্তাহান্তেও মিলবে না রেহাই, গরমে নাকাল আমজনতা

West Bengal today forecast, Kolkata News, Weather Update, Rain News, কলকাতার আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর
বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সপ্তাহান্তেও অস্বস্তিকর গরমের হাত থেকে মিলছে না রেহাই। ভোরের দিকে এবং রাতেরবেলা ঠাণ্ডা-ঠাণ্ডা আমেজ থাকলেও বেলা বাড়তেই উধাও হিমেল হাওয়া। আবহাওয়া দফতর সূত্রে খবর, চৈত্রের শুরুতেই বাড়বে গরমের পরিমাণ। এমনকি কলকাতা (Kolkata) সহ গোটা বাংলার তাপমাত্রা খুব শীঘ্রই পৌঁছবে ৩৭ ডিগ্রী সেলসিয়াসের ঘরে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রী সেলসিয়াসের ঘরে। তবে ছুটির দিন রবিবারেও সেভাবে হবে না তাপমাত্রার কোনও হেরফের। এদিনও সর্বাধিক তাপমাত্রা ১ ডিগ্রী বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহ থেকেই খানিকটা বাড়বে কলকাতার তাপমাত্রা।
আরও পড়ুন:কলকাতার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, চৈত্রেই গরমে রেকর্ড গড়বে বাংলা
সূত্রের খবর ১৪ থেকে ১৬ মার্চ পর্যন্ত দৈনিক তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রী সেলসিয়াসের ঘরেই ঘোরাফেরা করবে। এই কয়দিন রাতের তাপমাত্রাও বিশেষ হেরফের হবে না। তবে আগামী ১৫ মার্চ কলকাতার সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ এবং ২২ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা জানিয়েছেন, আগামী সাতদিনের মধ্যে রাজ্যে (West Bengal) রেকর্ড গরম অনুভূত হবে। তাপমাত্রা পৌঁছবে ৩৭° সেলসিয়াসে। সেই সঙ্গে এই কয়দিন আবহাওয়া মূলত শুস্কই থাকবে। শনিবারও সর্বাধিক তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। তবে সর্বনিম্ন তাপমাত্রা ১° কমতে পারে। তবে দক্ষিণের জেলাগুলির পাশাপাশি আগামী পাঁচদিনে উত্তরের জেলাগুলিতেও (North Bengal) শুস্ক আবহাওয়ায় পরিলক্ষিত হবে।
আরও পড়ুন: আনিস হত্যা মামলায় সিট ও হাওড়া জেলা দায়রা বিচারকের রিপোর্ট জমা পরল হাইকোর্টে
এছাড়াও কোথাও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। তবে সকালের দিকে হালকা ঠান্ডার আভাস থাকলেও দাবদাহ চলবে সারাদিন জুড়েই। শুক্রবারও বেশি কিছুটা কম ছিল সর্বনিম্ন তাপমাত্রা। শেষ ফাল্গুনে শীতের রেশ বাতাসে থাকলেও অবশ্য চৈত্রতেই ৩৫° এর উপরে উঠতে চলেছে পারদ।