Uncategorized
আজ ভ্যালেন্টাইন্স উইকের চতুর্থ দিনটি টেডি ডে হিসেবে পালিত হয়, কিন্তু কেন?

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। বছরের বাকি মাসগুলোর থেকে একটু আলাদা এই মাস। এই মাসে সত্যিই মনে একটা প্রেম-প্রেম অনুভূতি আসে। এই মাসের ৭ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত গোটা সপ্তাহ ধরে পালিত হয় ভ্যালেন্টাইন্স উইক।
এই উইকের এক-এক দিনকে এক একটি নাম অভিহিত করা হয়। যেমন- রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে। আর এরপরেই আসে টেডি ডে। অর্থাৎ এই বিশেষ সপ্তাহের চতুর্থ দিনটি টেডি ডে নামে পরিচিত। কিন্তু কিভাবে এল এই টেডি ডে? কী ইতিহাস আছে এই দিনটির পিছনে? ভ্যালেন্টাইন্স উইকের আজ চতুর্থ দিন। আর তাই এই দিনটিকে বলা হয় টেডি ডে। রোজ ডে’তে যেমন গোলাপ দেওয়া হয়ে থাকে প্রিয় মানুষকে, তেমনই চকলেট ডে’র দিন চকলেট দেওয়া হয়ে থাকে ভালোবাসার মানুষকে। এরপর যখন আসে টেডি ডে, স্বাভাবিক ভাবেই টেডি দিয়ে থাকেন প্রেমিক যুগল একে অপরকে। কিন্তু ভালোবাসার সঙ্গে এই টেডি বিষয়টা কি ভাবে জুড়লো?আমরা কিন্তু সবাই জানি টেডি বিয়ার খুব মিষ্টি আর নরম হয়। হয়তো তার এই মিষ্টতার জন্যই এই বিশেষ সপ্তাহে বিশেষ জায়গা করে নিয়েছে।
কারণ ভালোবাসাও তো খুব মিষ্টি আর কোমল বিষয়। তবে এই টেডি কিভাবে আসলো, তার একটা অবশ্যই ইতিহাস আছে। শোনা যায়, মার্কিন প্রেসিডেন্ট কোনও একবার শিকারে যান। তাঁর সঙ্গী-সাথীরা তাঁর জন্য একটি ছোট ভল্লুকের বাচ্চা ধরে নিয়ে আসে। কিন্তু তিনি সেটিকে হত্যা করেননি। বরং তার সাথে ফোটো তোলেন। পরে এই ঘটনাটি জানাজানি হয়। এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই নিউ ইয়র্কের এক ক্যান্ডি স্টোরের মালিক মরিস মিকটম তৎকালীন রাষ্ট্রপতিকে একটি ভাল্লুক তৈরি করে তাঁকে উৎসর্গ করেন এবং সেই ভাল্লুকের নাম দেন টেডি বিয়ার। হয়তো ভালোবেসে এই টেডি দেওয়ার কারণেই টেডি ডে’র আবির্ভাব। এই কাহিনীই প্রচলিত রয়েছে, আজকের এই দিন অর্থাৎ টেডি ডে’র পিছনে।
এই দিনে প্রিয়জনকে বিভিন্ন রঙের টেডি উপহার দেওয়া হয়ে থাকে। এই বিভিন্ন রঙের টেডি ভিন্ন ভিন্ন অর্থবহন করে। লাল টেডি- ভালোবাসার সঙ্গে লাল রংটা ওতোপ্রতোভাবে জড়িত। আবেগ ও ভালোবাসার প্রতীক এই লাল রং। এই রঙের টেডি পারস্পরিক সংযোগের তীব্রতাকে বাড়ানোর ইঙ্গিত বহন করে। গোলাপি টেডি- দু’জনেই যখন প্রস্তাবে সম্মত অর্থাৎ দু’জনেই দু’জনকে ভালোবাসেন, তখন গোলাপি রঙের টেডির বিনিময় হয়। নীল টেডি- গভীরতা, শক্তি, প্রজ্ঞা ও প্রতিশ্রুতির প্রতীক নীল রং। এই রঙের টেডি ইঙ্গিত করে দু’জনের মধ্যে ভালোবাসা সত্যিই শক্তিশালী এবং দু’জনেই প্রতিজ্ঞাবদ্ধ। সবুজ টেডি- সবুজ রঙের টেডি নির্দেশ করে আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আপনার গভীর সংযোগকে এবং একে অপরের জন্য প্রতীক্ষা করতে রাজি। কমলা টেডি- এই রঙের টেডি আনন্দ, আশা এবং উজ্জ্বল সম্পর্কের ইঙ্গিতবাহী।