খেলা-ধূলা
আজ মরসুমের শীতলতম দিন! কলকাতায় পারদ নেমেছে ১৪ ডিগ্রির নিচে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নিম্নচাপ, ঘূর্ণাবর্ত কেটে যেতেই টি-টোয়েন্টির ধাঁচে ব্যাটিং শুরু করেছে শীত! ক্রমশ নামছে তাপমাত্রার পারদ। আজ অর্থাৎ শুক্রবারই ছিল মরশুমের শীতলতম দিন। কলকাতায় তাপমাত্রার পারদ নেমেছে ১৪ ডিগ্রির নিচে। আগামীদিনে তাপমাত্রা আরও নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমেছে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গত কয়েক দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রির উপরে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বোচ্চ ৫২ শতাংশ। আগামী তিন দিনে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না।
একই ভাবে শীত জাঁকিয়ে ব্যাটিং চালাবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। কলকাতার পাশাপাশি রাজ্যের বাকি জেলাগুলিতেও তাপমাত্রা কমবে। পাহাড়ের তাপমাত্রা আরও কমবে। এই মুহূর্তে রাজ্যে নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বড়দিনের আগে তাপমাত্রা আরও নামবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।