Uncategorized
আজ প্রমিস ডে, এই বিশেষ দিনে বিশেষ কিছু প্রতিশ্রুতির মাধ্যমেই সঙ্গীর সঙ্গে সম্পর্ক হবে আরও মজবুত ও ভালোবাসাময়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাসের হিসাবে এখনও আমাদের দেশে বসন্ত না আসলেও বাতাসে বসন্তের ছোঁয়া অনুভূত হচ্ছে। বিশ্ব জুড়ে চলছে ভ্যালেন্টাইন্স উইক- প্রেমের সপ্তাহ। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দিনগুলি এক একটি নামে চিহ্নিত। আর এই সব নামের সঙ্গেই জড়িয়ে আছে ভালোবাসা।
ভালোবাসার মানুষকে এই কটা দিনে বিভিন্ন ভাবে বোঝানো যায় যে আপনি কতটা তাঁকে ভালোবাসেন। এই ভ্যালেন্টাইন্স উইকের পঞ্চম দিন হলো ‘প্রমিস ডে’।প্রমিস মানে প্রতিশ্রুতি। প্রেম শব্দের সঙ্গে প্রতিশ্রুতি শব্দটি ওতোপ্রতোভাবে জড়িত। প্রতিশ্রুতি না থাকলে কোনও সম্পর্কই টিকে থাকে না। দৃঢ় প্রতিশ্রুতি গড়ে তোলে সম্পর্কের মজবুত ভিত। আজকে এই প্রতিশ্রুতির দিনে নিজের সঙ্গীর সঙ্গে আরও একবার প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যেতেই পারে। প্রতিশ্রুতিগুলো এরকম হলে কেমন হয়? ১. সারা জীবন ভালোবাসবো তোমাকে। আর এই ভালোবাসা বাড়বে বই কমবে না।
২. সুখে দুঃখে, যেকোনও অবস্থায় তোমার পাশে থাকবো। ছেড়ে যাবো না কোনও দিন। ৩. সর্বদা সৎ থাকবো ,সম্পর্কের স্বচ্ছতা বজায় রাখবো। ৪. তুমি কষ্ট পাও সেরকম কোনও কাজ করব না। ৫ .তোমার প্রতি সম্মান যেমন থাকবে, ঠিক তেমন ভাবেই তোমার পছন্দ-অপছন্দ কে সম্মান করবো। ৬. শত ব্যস্ততার মধ্যেও তোমাকে সময় দেবো। ৭. অশান্তি হবে, কিন্তু নিজেরা বোঝাপড়ার মাধ্যমে মিটিয়ে নেবো। ৮. একে ওপরের পরিবারকে সম্মান করবো। তাদের পাশে থাকবো সময়-অসময়ে। ৯. ভুল বুঝে দূরে চলে যাবো না। ১০. সবচেয়ে বড় কথা যেভাবেই থাকি না কেন, একসঙ্গে ভালো থাকবো।