দেশের খবর
আজকের দিনটা গোটা বিশ্বে চকলেট ডে হিসেবে পালিত হয়, কিন্তু কেন?

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বে এখন বইছে প্রেমের বাতাস। শুরু হয়ে গিয়েছে প্রেমের সপ্তাহ। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ এই প্রেমের সপ্তাহের। ৭ ফেব্রুয়ারি গোলাপ ডে দিয়ে শুরু করে একে একে প্রপোজ ডে, চকলেট ডে। এভাবে চলতে চলতে ১৪ ফেব্রুয়ারি শেষ দিনে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে।
এই দিনে ভালোবাসার মানুষকে নিজের মনের অনুভূতির কথা বলা হয়। এক কথায় ভ্যালেন্টাইন্স ডে হলো ভালোবাসা ,বন্ধন এবং সম্পর্কের বার্ষিক উদযাপনের দিন। এই সপ্তাহের তৃতীয় দিনটি হল চকলেট ডে। এইদিনে প্রিয় মানুষটির সঙ্গে চকলেট বা মিষ্টি জাতীয় খাবার আদান-প্রদান করা হয়। চকলেট ডে আসে রোজ ডে আর প্রপোজ ডে’র পরে। এই গোটা সপ্তাহের সবকিছুর মধ্যে এই চকলেট ডে একটি খৃস্টান অনুষ্ঠান।
ভিক্টোরিয়ান সময় থেকে পুরুষ এবং মহিলার এক বৃহৎ অংশ একে অন্যকে চকলেট উপহার দিয়ে ছিল। ভিক্টোরিয়ান যুগে রিচার্ড ক্যাডবেরি নাম এক চকলেট বিক্রেতা হার্ট শেপড বক্সে চকলেট ভরে বিক্রি করতেন এই ভ্যালেন্টাইন্স উইকে। সেখান থেকেই প্রিয়জনকে চকলেট দেওয়ার রীতি জনপ্রিয় হতে শুরু করে। শুধু হার্ট শেপ নয়, এখন বিভিন্ন ধরণের চকলেট সারা বছর ধরেই বিক্রি হয়। তবে চকলেট ডে’র মতো বিশেষ দিনটিতে চকলেটের গুরুত্ব অনেকটাই বেশি হয়। ১৯৫০ সালে জাপানেও ভ্যালেন্টাইন্স ডে’তে চকলেট দেওয়ার রীতি শুরু হয়েছিল। এই ভাবেই আস্তে আস্তে চকলেট ডে জনপ্রিয় হতে থাকে। এই বিশেষ সপ্তাহে যে কোনও দিনই প্রিয় মানুষকে চকলেট দেওয়া যায়। কিন্তু চকলেট ডে’তে চকলেট দেওয়াটা একটু আলাদাই হয়।