কর্কট রাশি
আজকের দিন কর্কট রাশি ০২ ফেব্রুয়ারি ২০২৩
কোন কাছের প্রিয়জনের সাথে সম্পর্ক খারাপ হবার খবর আসতে পারে। সন্তানের ব্যবহার ও দুরন্ত কণার কারণে আপনি অশান্তিতে পড়তে পারেন। নেশার প্রতি আসক্তি বাড়বে। সংসারে ব্যয় বাড়বে

বেঙ্গল এক্সপ্রেসঃ কর্কট রাশি: কোন কাছের প্রিয়জনের সাথে সম্পর্ক খারাপ হবার খবর আসতে পারে। সন্তানের ব্যবহার ও দুরন্ত কণার কারণে আপনি অশান্তিতে পড়তে পারেন। নেশার প্রতি আসক্তি বাড়বে। সংসারে ব্যয় বাড়বে। গুরুজনদের সঙ্গে তর্কে জড়াবেন না এতে আপনার সাংসারিক জীবন আরো দুর্বিষহ হয়ে উঠবে।
স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাদের সৃষ্টি হতে পারে। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তি ও জায়গা নিয়ে বিবাদ বাঁধতে পারে। পুরনো কোন রোগ দেখা যেতে পারে। কাউকে কথা বলার কারনে আপনার অনুতাপ হবে।
সম্পর্ক: কর্কট রাশি বাইরের সম্পর্কের কারণে পারিবার িক ঝামেলা বাড়তে পারে। স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হতে পারে। প্রেমিক প্রেমিকা দের সম্পর্ক টিকে রাখার জন্য কোন কৌশল প্রয়োগ করতে হতে পারে। পরিবারের ও ভাইয়ের কারো সাথে সদ্ভাব বজায় থাকবে না।
পেশা: কর্কট রাশি ব্যাবসার ক্ষেত্রে দিনটি খুব কঠিন হবে। চাকরির ক্ষেত্রে দুপুরের পরে কাজের চাপ বাড়তে পারে। ধার দেনা বাড়তে পারে। আয়ের থেকে ব্যয়ের ভাগ বেশি হবে।
আরও পড়ুন ৬ টি কৌশলে চোখে কাজল ছড়িয়ে পড়া রোধ করুন
শুভ সংখ্যা: কর্কট রাসেল শুভ সংখ্যা হল ৮৩ ও ৯৪।
শুভদিক: কর্কট রাশির শুভ দিক হলো পূর্ব ও পশ্চিম।
শুভ রং: কর্কট রাশির শুভ রং হলো সাদা।
শুভ রত্ন: কর্কট রাশির শুভ রত্ন হলো মুনস্টোন।