বাংলার খবর
কলকাতার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, চৈত্রেই গরমে রেকর্ড গড়বে বাংলা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফাল্গুনের শেষে বসন্তের বদলে অনুভূত হচ্ছে গ্রীষ্মের দাবদাহ (Weather Forecast)। চৈত্র আসার আগেই কলকাতা সহ বাংলার তাপমাত্রা পার করবে ৩৫ ডিগ্রী সেলসিয়াসের উপরে। শুধু কলকাতা (Kolkata) নয় গোটা দেশের উত্তোরত্তর ক্রমশ বাড়ছে তাপমাত্রা। বিগত বছরগুলির তুলনায় চলতি বছরের মার্চের শুরুতেই তাপমাত্রার পরিমাণ অনেকটাই ঊর্ধ্বমুখী। তাছাড়াও আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এবছর রেকর্ড গরম অনুভূত হবে রাজ্যে।
রাতে ঠান্ডা সকাল হতেই বাইরে বেরোলে কপাল দিয়ে দরদরিয়ে ঘাম পড়ছে। রৌদ্রজ্জ্বল আকাশে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে শুক্রবার শহর কলকাতার আকাশ মূলত পরিস্কারই থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রী সেলসিয়াস।
আরও পড়ুন: রাত হলেই ভেসে আসছে অপার্থিব শব্দ, কুসংস্কারের গেরোয় অস্তিত্ব সংকটে ভুগছে মানা রিজার্ভ ফরেস্ট
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫%। আপেক্ষিক আর্দ্রতার কারণে বাড়তে পারে অস্বস্তি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে দাবদাহ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২° সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১° কম।
যদিও আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা জানিয়েছেন, আগামী সাতদিনের মধ্যে রাজ্যে (West Bengal) রেকর্ড গরম অনুভূত হবে। তাপমাত্রা পৌঁছবে ৩৭° সেলসিয়াসে। সেই সঙ্গে এই কয়দিন আবহাওয়া মূলত শুস্কই থাকবে। শনিবারও সর্বাধিক তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। তবে সর্বনিম্ন তাপমাত্রা ১° কমতে পারে। তবে দক্ষিণের জেলাগুলির পাশাপাশি আগামী পাঁচদিনে উত্তরের জেলাগুলিতেও (North Bengal) শুস্ক আবহাওয়ায় পরিলক্ষিত হবে।
আরও পড়ুন:‘আমরা লাড্ডু খাব, ওনারা লজেন্স খাবেন’: দিলীপ ঘোষ
এছাড়াও কোথাও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। তবে সকালের দিকে হালকা ঠান্ডার আভাস থাকলেও দাবদাহ চলবে সারাদিন জুড়েই। শুক্রবারও বেশি কিছুটা কম ছিল সর্বনিম্ন তাপমাত্রা। শেষ ফাল্গুনে শীতের রেশ বাতাসে থাকলেও অবশ্য চৈত্রতেই ৩৫° এর উপরে উঠতে চলেছে পারদ।