দেশের খবর
অর্থনৈতিক সঙ্কটে ভুগছে ভারতের প্রতিবেশী দেশ, ত্রাণ সামগ্রী পাঠাতে বিশেষ বিল পাস

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৈদেশিক মুদ্রার ঘাটতি। দেনার দায়ে জর্জরিত ভারতের প্রতিবেশী দেশ তথা দ্বীপরাষ্ট্র SriLanka। প্রতিবেশী দেশের এই দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবার একটি বিশেষ বিল পাস করানো হল তামিলনাড়ু বিধানসভায়।
সরকারি সূত্রে খবর, এই বিল পাশের মাধ্যমে এবার থেকে দক্ষিণের এই রাজ্য বিনা বাধায় শ্রীলঙ্কাবাসীকে ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করতে পারবে। তামিলনাড়ু বিধানসভা (শুক্রবার, ২৯ এপ্রিল) তামিলনাড়ু সরকারকে শ্রীলঙ্কায় খাদ্য ও ওষুধের মতো ত্রাণ সামগ্রী পাঠানোর অনুমতি দেওয়ার জন্য কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করানো হয়।
এদিন বিধানসভায় Tamilnadu-র মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেন, ”রাজ্য সরকার শ্রীলঙ্কায় ৪০,০০০ টন চাল পাঠাবে। সরকার এখন শ্রীলঙ্কার সমস্ত লোককে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে এবং শুধু লঙ্কান তামিলদের জন্য নয়। সকল শ্রীলঙ্কাবাসীর জন্য এই ত্রাণ পাঠিয়ে সাহায্যের হাত বাড়াতে চাই তাঁদের রাজ্য।”
আরও পড়ুন: খাদ্য-পণ্য জ্বালানি সঙ্কটে জেরবার শ্রীলঙ্কা, পরিস্থিতি সামাল দিতে চরম সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট
এদিকে শ্রীলঙ্কাকে সাহায্যের জন্য গত মার্চ মাসে মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এই বিষয়ে কেন্দ্রের কাছে প্রয়োজনীয় ছাড়পত্র চেয়েছিলেন, কিন্তু কেন্দ্র এখনও সেই বিষয়ে সাড়া দেয়নি বলে জানানো হয়েছে। উল্লেখ্য, প্রবল অর্থনৈতিক সঙ্কটে ভুগছে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র SriLanka। অর্থনৈতিক দিক থেকে পুরোপুরি দেউলিয়া হয়ে পড়েছে দেশটি। চিনের থেকে ঋণ নিয়ে দেউলিয়া অবস্থা কলম্বোর। একদিকে ঋণের বোঝা অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জর্জরিত শ্রীলঙ্কার জনগণ।
আরও পড়ুন: শ্রীলঙ্কার থেকেও ভারতের অর্থনীতি খুব খারাপ: মমতা বন্দ্যোপাধ্যায়
এই অবস্থায় দেশে জরুরি অবস্থা জারি করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজপাক্ষে। পরিস্থিতি সামাল দিতে সেনার হাতে ক্ষমতাভার তুলে দিয়েছেন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, একদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অন্যদিকে জ্বালানি সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। পরিস্থিতি সামাল দিতে দিনে ১০ থেকে ১৩ ঘণ্টা লোডশেডিং করে রাখা হচ্ছে। এই অবস্থায় প্রেসিডেন্টে পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন শ্রীলঙ্কার বাসিন্দারা।