একাধিক অপরাধের মামলা, অভিযুক্তকে শুটআউট তামিলনাড়ু পুলিশের
Connect with us

দেশের খবর

একাধিক অপরাধের মামলা, অভিযুক্তকে শুটআউট তামিলনাড়ু পুলিশের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের সংবাদ শিরোনামে শুটআউটের ঘটনা। ঘটনাস্থল তামিলনাড়ু। এক ব্যক্তির বিরুদ্ধে মোট ৬০টি গুরুত্বর মামলা থাকায় তাঁকে শুটআউট করলেন তামিলনাড়ুর ডিন্দিগুল থানার পুলিশ (Dindigul police )।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুট আউট হওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে মোট ৬০ টি কেস রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ২০০৪ সালে তামিলনাড়ুর  আইনমন্ত্রী আলাদি আরুনাকে খুনের অভিযোগ রয়েছে। এছাড়াও ধৃতের বিরুদ্ধে যে ৬০টি মামলা রয়েছে তার মধ্যে রয়েছে অপহরণ, খুন, ধর্ষণ সহ একাধিক অভিযোগ।

আরও পড়ুন: কৃষ্ণ কল্যাণী সহ চার বিধায়কের নিরাপত্তা বাড়ানো হচ্ছে, শুভেন্দুকে বিরোধী দলনেতার পদ থেকে সরানোর দাবি রায়গঞ্জের বিধায়কের

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম রাওডি নিরাভি মুরাগন (Niravi Murugan)। বেশকিছুদিন ধরেই তাকে খুঁজছিল তেলেঙ্গানা পুলিশ। এদিন অভিযুক্তকে তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার কাছে শুট আউট করেন ডিন্দিগুল পুলিশ। আরও জানা গিয়েছে, ডিন্দিগুল পুলিশের বিশেষ ফোর্স রাওডি নিরাভিকে অনেকদিন ধরেই খুঁজছিল। তার বিরুদ্ধে শুধু তেলেঙ্গানা নয়, কর্ণাটক এবং কেরল রাজ্যের অপরাধ করার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, মৃত ৪ আহত শতাধিক

গত ১৬ মার্চ বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার কালাকদ্দ মিউনিসিপ্যালিটি এলাকা থেকে ধৃতকে শুটআউট করেন তামিলনাড়ুর ডিন্দিগুল থানার পুলিশ (Dindigul police )। শুধু তাই নয়, বিশেষ এই অপারেশনের দায়িত্বে ছিলেন ডিন্দিগুল থানার সাব ইন্সপেক্টর (sub-inspector Esakkiraja) এস্ককিরাজা। জানা গিয়েছে, পুলিশ দেখে ধৃত পালানোর চেষ্টা করলেও পুলিশের বিশেষ অপারেশনে ঘটনাস্থলেই প্রাণ হারান ধৃত ওই ব্যক্তি।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.