বাংলার খবর
Breaking News: মেট্রো নিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি মদন মিত্রের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। মুখ্যমন্ত্রীকে অপমান এবং মেট্রোর বেহাল পরিষেবার দাবি তুলে বড় আন্দোলনের ডাক দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
বুধবার মেট্রো ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিয়ে রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী জানিয়ে দিলেন আগামীকাল থেকে কলকাতার সমস্ত মেট্রো স্টেশনে বিক্ষোভ দেখাবে TMC-এর কর্মী সমর্থকরা।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর বিতর্কের মধ্যেই সোমবার শিয়ালদহ থেকে ফুলবাগান মেট্রোর উদ্বোধন করেন কেন্দ্রীয় শিশু ও নারীকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও আমন্ত্রণপত্রে নাম ছিল না তাঁর। উল্টে স্থানীয় বিধায়ক পরেশ পাল এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল। সেই নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে গত কয়েকদিন ধরেই চলছে রাজনৈতিক তরজা। এর মধ্যেই সোমবার শিয়ালদহে নবনির্মিত মেট্রো স্টেশন পরিদর্শনে যান স্মৃতি ইরানি।
আরও পড়ুন: ১৪ জুলাই থেকে চালু শিয়ালদা মেট্রো পরিষেবা, ভাড়া কত জেনে নিন
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রীর শিয়ালদহ মেট্রো স্টেশন পরিদর্শনে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। মন্ত্রীর সঙ্গে মেট্রো স্টেশনে ঢুকে পড়েন অসংখ্য বিজেপির নেতা ও কর্মী। উপছে পড়ে ভিড়। ভির সামাল দিতে নাজেহাল অবস্থা হয় আরপিএফ-এর।
আরও জানা গিয়েছে, খবর করতে গিয়ে চরম অসুবিধার মধ্যে পড়েন সাংবাদিকরা। আরপিএফ এর সঙ্গে সাংবাদিকদের বচসাও হয়। আরপিএফ এর বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে। এই বচসায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের ক্যামেরাও ভেঙ্গে দেওয়া হয় বলে আরপিএফ-এর বিরুদ্ধে অভিযোগ ওঠে।
আরও পড়ুন: বিতর্কের মাঝেই শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে চরম বিশৃঙ্খলা
প্রসঙ্গত, সোমবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবার চালু হলেও এদিন কোনও সাধারণ যাত্রী মেট্রোয় চড়তে পারেননি। বৃহস্পতিবার অর্থাৎ ১৪ জুলাই থেকে শিয়ালদহ মেট্রোয় শুরু হবে যাত্রী পরিষেবা। সেক্টর-৫ থেকে শিয়ালদহ পর্যন্ত যাত্রী পিছু ভাড়া নির্ধারিত হয়েছে ২০ টাকা। এর ফলে কম খরচে এবং অনেক কম সময়ের মধ্যেই সেক্টর ফাইভে পৌঁছে যাবেন নিত্যযাত্রীরা।