বাংলার খবর
বালি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে তৎপর TMC বিধায়ক, প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গঙ্গায় মাটি চুরি রুখতে গভীর রাতে গঙ্গায় নৌকা নিয়ে অভিযান তৃণমূল বিধায়কের। প্রশ্নে প্রশাসনের ভূমিকা!
হুগলির বলাগড়ে আবার দেখা গেল বালি ও মাটি মাফিয়া দের দৌরাত্ম্য। কিছুদিন আগে দু’টি মাটি বোঝাই ট্রলার ধরেছিলেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। একজন গ্রেফতারও হয়েছিল।তারপরেও মাটি মাফিয়াদের দৌরাত্ম্য কমেনি।
বলাগড় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বৃহস্পতিবার রাত ২’টোয় বেরিয়ে গঙ্গায় ট্রলারে করে মাটি ও বালি চোরদের ধরেন। বিধায়ক জানান, গোটা দশেক ট্রলার লাগিয়ে গঙ্গাধার থেকে মাটি বালি কাটছিল কিছু দুষ্কৃতী। কালনার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল। বিধায়ক আসছে দেখে সবাই চম্পট দেয়।
আরও পড়ুন: বাড়ি ফিরছেন না জগন্নাথ, ভান্ডার লুট উৎসবে মাতলেন ভক্তরা
বিধায়ক আরও বলেন, ”এদের পিছনে কারা মদত দিচ্ছে, কাদের হাত রয়েছে যে এরা এত সাহস পাচ্ছে। আমি প্রশাসনের কাছে দাবি করব তদন্ত করতে। সাধারণ মানুষকে সচেতন হতে হবে এই যে বালি তুলছে কোনও না কোনও জায়গায় গঙ্গার পারে। মাটি তোলার জন্য গঙ্গার ভাঙ্গন হচ্ছে অজস্র বাড়ি জমি চলে যাচ্ছে গঙ্গার তলায়”।
আরও পড়ুন: প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে একগুচ্ছ কর্মসূচী বামেদের
বিধায়ক রাতে বেরিয়ে মাটি চুরি রুখছেন তখন পুলিশ কি করছে এই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।বলাগড় থানা সূত্রে খবর,অভিযোগ মত ব্যবস্থা নেওয়া গ্রেফতার করা হয়। হুগলি জেলা প্রশাসন থেকে বেআইনি মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। বহু টাকা জরিমানা আদাও হয়। ডাম্পার আটক হয়। তা সত্ত্বেও মাটি কাটা চলছে। বলাগড়ে গঙ্গার মাটি বেআইনি ভাবে কাটা চলছে তা বিধায়কের তৎপরতাতে আরও স্পষ্ট।