বাংলার খবর
জঙ্গলে ভরে গিয়েছে বাস ডিপো চত্বর, আগাছা পরিস্কার করতে মাঠে নামলেন বিধায়ক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পরিবহন সংস্থার ডিপো চত্বর আগাছায় ভর্তি। জঞ্জাল পরিস্কার করতে নিজেই আসরে নামলেন বিধায়ক।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সিউড়ি ডিপো চত্বর ঝোঁ পঝাড়ে ভর্তি। মঙ্গলবার এনবিএসটিসির ডিপোতে যান সিউড়ির বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী৷ ঝোপঝাড় দেখে শেষ পর্যন্ত নিজেই আগাছা কাটতে হাত লাগান তিনি।
অন্যদিকে, সিউড়ি ডিপো থেকে একাধিক রুটে বাস চালানোর সুযোগ থাকলেও প্রায় ৫টি বাস দাঁড়িয়ে রয়েছে বহুদিন ধরে। এর ফলে একেদিকে যেমন সরকারের লোকসান হচ্ছে, তেমনি কর্মীদেরও অসুবিধা হচ্ছে। শুধু তাই নয়, এদিন এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী।
আরও পড়ুন: একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে BDO-কে ডেপুটেশন বাম সমর্থকদের
এই বিষয়ে তিনি জানান, পরিবহন সংস্থার চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন। বাস বসে থাকলে ক্ষতি তো হবেই। যদিও ডিপোতে বাসগুলির দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকার বিষয়টি সামনে আনতে চাননি কর্তৃপক্ষ। ডিপো ইনচার্জ মলয় কুমার কর্মকার বলেন, ”বাসগুলি TMCরুটিন চেকাপের জন্য দাঁড়িয়ে আছে”।