আলুর দাম কমাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি কৃষিমন্ত্রীর
Connect with us

বাংলার খবর

আলুর দাম কমাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি কৃষিমন্ত্রীর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাজারে আগুন। সবজি কিনতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটছে আমজনতার। তার উপর গত কয়েকদিন ধরে হু-হু করে বাড়ছে চন্দ্রমুখী থেকে জ্যোতি সব আলুর দাম। সমস্ত খুচরো বাজারে চন্দ্রমুখী আলুর দাম ৫০ ছুঁই ছুঁই। জ্যোতি আলুও খুব একটা কম যাচ্ছে না। বাজারে গেলে ৩০-এর কমে বড় সাইজের আলু মিলছে না। সব মিলিয়ে বলা যেতে পারে অন্য সবজি দূরঅস্ত শুধু আলু কিনতে গিয়েই পকেট ফাঁকা হওয়ার যোগার সাধারণের।

এদিকে রাজ্যে ক্রমাগত আলুর দাম বৃদ্ধি নিয়ে তৃণমূলের কৃষিমন্ত্রীর গলায় শোনা গেল অন্য সুর। এদিন কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, ”আলু চাষের মরশুমে আবহাওয়া ভালো না থাকার জন্য চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্য সরকার চাষীদের বিনা পয়সায় বীমা করে দিয়েছেন। বীমার টাকা জুন মাস নাগাদ থেকে শুরু হয়। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে বীমা কোম্পানির সঙ্গে কথা বলে মে মাস থেকে আলু চাষীরা ক্ষতিপূরণ পাবেন।”

আরও পড়ুন: অর্জুনের ময়নাতদন্তের রিপোর্টকে হাতিয়ার করে অমিত শাহের পদত্যাগ দাবি অতীন, ফিরহাদের

Advertisement

তিনি বলেন, ”১ লাখ ৪৩ হাজার আলুচাষী রয়েছে রাজ্যে। এরমধ্যে ৯৪ হাজার ৮৮৬ জন আলুচাষী ক্ষতিপূরণ বিমা সংস্থা থেকে পেয়েছেন ৭৭ কোটি টাকা। বাকি আলুচাষীরা আগামী তিন দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এর জন্য রাজ্য সরকারের মোট ব্যয় হবে ১১২. ৮৮ কোটি টাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ক্ষতিপূরণ তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয়েছে।”

আরও পড়ুন: শপথ নিলেন বাবুল, রাজ্যপালের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ ডেপুটি স্পিকারের

শুধু তাই নয়, হিমঘর থেকে আলু বেরোতে দেরি হওয়ায় আলুর দাম বাড়ছে। বুধবার নবান্নে এমনই দাবি করেন কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশ থেকে আলু এরাজ্যে আসছে। আগামী ১৫ দিনের মধ্যে আলুর দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Advertisement