জ্বালানির দাম আকাশছোঁয়া, প্রতিবাদে পথে তৃণমূল
Connect with us

বাংলার খবর

জ্বালানির দাম আকাশছোঁয়া, প্রতিবাদে পথে তৃণমূল

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: লাগাতার পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের পদযাত্রা। রবিবার সকালে শিবপুর ট্রামডিপো থেকে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন ডাঃ সুজয় চক্রবর্তী, শ্যামল মোল্লা সহ তৃণমূলের জেলা সদরের নেতৃত্বরা। প্রতিবাদ মিছিল প্রসঙ্গে অরূপ বাবু বলেন, সাধারণ মানুষের কথা না ভেবেই লাগাতার দাম বৃদ্ধি করছে কেন্দ্রীয় সরকার।

পেট্রল-ডিজেলের এই মূল্যবৃদ্ধি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে উৎখাত করবে দেশ থেকে। শুধু তাই নয়, সাধারণ মানুষের ওপর এই আর্থিক চাপ বালিগঞ্জ আসানসোল উপ নির্বাচনে প্রভাব ফেলবে। দিনের-পর-দিন পেট্রল ডিজেল গ্যাস এমনকি ওষুধ মহার্ঘ হচ্ছে। পরিস্থিতি সাধারণ মানুষের আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। বিজেপি এর উপযুক্ত জবাব পাবে।
প্রসঙ্গত, তৃণমূলের রবিবাসরীয় প্রতিবাদ মিছিলে হাজারখানেক তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েত হয়। প্রতিবাদ মিছিলে পা মেলান তৃণমূল মহিলা কংগ্রেস সদস্যরাও।  

অন্যদিকে, অব্যাহত আকাশছোঁয়া জ্বালানির দাম। গত ১৩ দিনে ১০ বার বাড়ল পেট্রপণ্যের মূল্য। গত ২২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত গড়ে জ্বালানির দাম বেড়েছে ৮ টাকা করে। ছুটির দিন রবিবারও লিটার প্রতি ৮৪ পয়সা বেড়েছে পেট্রল এবং ডিজেলের দাম। লাগাতার জ্বালানির এই মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস ওঠার যোগার আমজনতার।

Advertisement

আরও পড়ুন: মূল্যবৃদ্ধিতে ১১৩ পার করল পেট্রল, জেনে নিন আজকের জ্বালানির দর

জ্বালানির দরের সঙ্গে আকাশছুঁয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও। চাল-ডাল, মাছ মাংস থেকে শুরু করে সর্ষের তেল সবকিছুর দামই ক্রমশ নাগালের বাইরে। বাজারে গেলেই পকেটে টান পড়ছে সাধারণ মানুষের। অন্যদিকে রবিবার ছুটির বাজারে কলকাতায় পেট্রলের দাম ১১৩.০৩ টাকা এবং ডিজেলের দাম ৯৭.৮২ টাকা। সেই সঙ্গে ঊর্ধ্বমুখী CNG গ্যাসের দামও।

আরও পড়ুন: রয়েছে ৩ সন্তান, ১০০০ সরকারি কর্মচারীকে শোকজ নোটিশ ধরাল এই রাজ্য

Advertisement

এদিকে শুধু জ্বালানির দরে নাজেহাল কলকাতাবাসী একা নয়। দেশের অন্যান্য রাজ্যগুলিতেও লাগাতার বাড়ছে তেলের দাম। রবিবার রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ১০৩.৪১ টাকা ও ডিজেলের দাম ৯৪.৬৭ টাকা। মুম্বইতেও পেট্রলের দাম বেড়েছে ৮৪ পয়সা। এদিন বাণিজ্যনগরীতে পেট্রলের দাম ১১৮.৪১ টাকা এবং ডিজেলের দাম ১০২.৬৪ টাকা। চেন্নাইতে রবিবার পেট্রলের দাম ১০৮.২১ টাকা এবং ডিজেলের দাম ৯৯.০৪টাকা। যথাক্রমে দাম বেড়েছে ৮৪ এবং ৮৫ পয়সা।