বাংলার খবর
নির্দলদের নিয়ে মোটেও চিন্তিত নয়, পুরবোর্ড গড়বে তৃণমূল দাবি সুরেশ মিশ্রর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভোটের রেজাল্ট বেরোতেই সুর বদলাচ্ছেন অনেকেই। এবার নির্দলদের নিয়ে চিন্তিত নয় বলে জানালেন চাঁপদানীর বিদায়ী পুর প্রশাসক সুরেশ মিশ্র।
নির্দলদের নিয়ে চিন্তিত নই। ইতিমধ্যেই ছয়জন লিখিত ভাবে জানিয়েছেন বিনা শর্তে তাঁরা তৃনমূলকে সমর্থন করবেন। বোর্ড তৃনমূলই গড়বে। শংসাপত্র নিতে এসে একথায় বলেন চাঁপদানীর বিদায়ী পুর প্রশাসক সুরেশ মিশ্র।
জানা গিয়েছে, চাঁপদানী পুরসভার ২২ টি ওয়ার্ডে বুধবার ভোটের ফল ঘোষনার পর দেখা যায় ১০টিতে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন। তৃণমূলের টিকিট না পেয়ে যারা নির্দলে দাঁড়িয়েছেন দলেরই প্রার্থীদের বিরুদ্ধে ভোটে লড়ছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছিল। কয়েকজনকে বহিষ্কারের কথাও ঘোষণা করা হয় তৃণমূলের পক্ষ থেকে।
এদিকে চাঁপদানী সেই নির্দলদের দাপটে ত্রিশঙ্কু হয়ে গেল। বিদায়ী পুর প্রশাসক সুরেশ মিশ্র বৃস্পতিবার চন্দননগর মহকুমা দফতরে তাঁর জয়ের শংসাপত্র নিতে আসেন। সেখানে এসে তিনি বলেন, ”চাঁপদানী মূলত জুটমিল এলাকা। মিশ্র ভাষাভাষী মানুষের বাস। তাঁদের মধ্যে হিন্দিভাষী এলাকায় তাঁরা কোনও দল দেখে না। জুট মিল বন্ধ থাকার ক্ষোভ হয়ত তাদের মধ্যে রয়েছে।তবে নির্দল কোনো ফ্যাক্টর হবে না।”
তিনি আরও বলেন, ”এটা চাঁপদানীর একটা ট্র্যাডিশন। প্রতিবারই একাধিক নির্দল কাউন্সিলর থাকেন। ২০১০ সালেও নির্দলদের নিয়ে বোর্ড গড়েছিল তৃণমূল।” হুগলি জেলায় ১২টি পুরসভার ১১টিতে একচেটিয়া জয় পেয়েছে তৃণমূল। সেখানে চাঁপদানী পুরসভা ব্যাতিক্রম। সুরেশ মিশ্র নির্দল ফ্যাক্টর হবে না বললেও সেই নির্দলই ফ্যাক্টর হয়ে গেল। আর দল যাদের বহিষ্কার করেছিল সেই তাঁদেরকে নিয়েই বোর্ড গড়ার পথে তৃণমূল।