'CBI দিয়ে সবকিছু হয় না,বাংলার মানুষ মমতায় আস্থা রাখে অন্য কারও উপর নয়': কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Connect with us

বাংলার খবর

‘CBI দিয়ে সবকিছু হয় না,বাংলার মানুষ মমতায় আস্থা রাখে অন্য কারও উপর নয়’: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আসানসোলে তৃনমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার ভোট প্রচারের গুরু দ্বায়িত্ব ছিল শ্রীরামপুরের সাংসদের উপর। শনিবার বেরিয়েছে ভোটের ফল। রবিবার শ্রীরামপুরে নিজের দফতরে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,  ”বিরোধীদের একটা চক্রান্ত রয়েছে, সবকিছুতে সিবিআই চাই সিবিআই চাই করে।আজকে আসানসোল লোকসভার মানুষ তার যোগ্য জবাব দিয়ে দিয়েছে। যারা মনে করে সিবিআই দিয়ে সবকিছু হয়ে যাবে তাদের যোগ্য জবাব দিয়েছে আসানসোল ও বালিগঞ্জের মানুষ। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখে অন্য কারও ওপর নয়। কেউ হিরো ইজম দেখাতে পারে সেটা অন্য কথা কিন্তু মানুষের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়।” 

তিনি আরও বলেন, ”সিবিআই আজ পর্যন্ত কি করতে পেরেছে? সিবিআই নিয়ে সবচেয়ে বেশি আমি লড়েছি আমি জানি। বিখারী পাশোয়ান মামলা,গরবেতা মামলা,রিজুয়ানুর মামলা,নেতাই মামলা সিবিআই কিছু করতে পারেনি। তাপসী মালিক মামলায় যাদের বিরুদ্ধে ধর্ষণ করে মেরে দেওয়ার অভিযোগ ছিল তারা ছাড়া পেয়ে গেল। সিবিআই করলটা কি?আসলে সিবিআই যেটা করে সেটা হল রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতা। আর ছবি তোলা। কয়েকদিন ফটো তোলা হয় তার পর সব শেষ।” 

আরও পড়ুন: বালিগঞ্জে দ্বিতীয় স্থানে বামেরা, স্বামী ফুয়াদকে টেক্কা দিলেন সায়রা হালিম!

Advertisement

আসানসোল ও বালিগঞ্জে উপ নির্বাচনে ফল প্রসঙ্গে তৃনমূল সাংসদ বলেন বিজেপির কোনো সংগঠন পশ্চিমবাংলায় নেই,এটা ঘটনা যে মোদি হাওয়ায় ২০১৯ সালে অনেকগুলো সিট জিতেছিল বিজেপি। কিন্তু আজ আর সেই হাওয়া নেই।যত দিন যাবে বিজেপি দলটাই মুছে যাবে।

শ্রীরামপুর সাংসদ বলেন, হুগলির সাংসদ একটা বড় তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল করছেন। যদিও একবারের জন্য সাংসদ হয়েছেন। এরপরে আর হতে পারবেন না।তবুও বলি আমাদের হিন্দু ধর্মে কোথাও আছে অস্ত্র নিয়ে ঘোরা।

আরও পড়ুন: ৬৪ নম্বর এবং ৬৫ নম্বর ওয়ার্ডে পরাজিত তৃণমূল, পরাজিত হওয়ার কারণ খতিয়ে দেখতে হবে জানালেন তৃণমূলের বিধায়ক

Advertisement

দিল্লি পুলিশ কর্মী গুলিবিদ্ধের ঘটনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এটা কখনোই অভিপ্রেত তো নয় । ধর্মকে কখনই এমন জায়গায় নিয়ে আসা উচিত নয় যেখানে মারপিট গোলাগুলি চলবে। রামনবমীর লোকেরাই এসব কান্ড কারখানা করেছে। দিল্লি পুলিশ বিজেপির নিয়ন্ত্রণে। বিজেপির লোকেরাই এই ঝামেলা করে। রামনবমী একটি ধর্মীয় অনুষ্ঠান সেটা শ্রদ্ধার সঙ্গে করা উচিত।