সংঘাতে রাজ্য-রাজভবন, বাবুলের শপথ গ্রহণের ফাইল ফেরত পাঠালেন রাজ্যপাল
Connect with us

বাংলার খবর

সংঘাতে রাজ্য-রাজভবন, বাবুলের শপথ গ্রহণের ফাইল ফেরত পাঠালেন রাজ্যপাল

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সদ্য শেষ হওয়া বালিগঞ্জ উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী Babul Supriyo। নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন তিনি। কিন্তু বিধায়ক হয়ে তাঁর শপথ গ্রহণ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তাঁর শপথ গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের নয়া শর্ত।

জানা গিয়েছে, কোনও নির্বাচনেও জেতার পর বিধায়ক হিসেবে সংশ্লিষ্ট নেতাকে শপথবাক্য পাঠ করান স্পিকার। সেই সংক্রান্ত নথিপত্রের একটি ফাইল রাজ্যপালের কাছে পাঠানো হয়। কিন্তু সেই ফাইল নাকি ফেরত পাঠিয়ে দিয়েছেন জগদীপ ধনখড়।

আরও পড়ুন: ২ মে থেকে স্কুল-কলেজে গরমের ছুটি ঘোষণা রাজ্যের

Advertisement

উলটে বিধানসভার সচিবকেই নাকি ডেকে পাঠান তিনি। বাবুলের শপথ নিয়ে জটিলতা দূর করতে দেন শর্তও। রাজ্যপাল বলে দেন, এতদিন বিধানসভা সংক্রান্ত যা যা প্রশ্ন তিনি করেছেন, সে সবের উত্তর পেলে ফাইলে সই করবেন। ফলে বিধায়ক হিসেবে কবে বিধানসভায় শপথ নিতে পারবেন বাবুল সুপ্রিয়, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে রাজ্য বিধানসভার তরফে জানা গিয়েছে, রাজ্যপালের সমস্ত প্রশ্নের উত্তর ইতিমধ্যেই দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হাঁসখালির ঘটনায় রাণাঘাটের DSP-কে তীব্র তিরস্কার মুখ্যমন্ত্রীর

 এদিকে এই ঘটনায় গোটা বিষয়টির তীব্র নিন্দা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। ধনকড়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, এভাবে রাজভবনকে, সংবিধানকে কলঙ্কিত করছেন রাজ্যপাল। এই সাংবিধানিক পদে বসে বিজেপির দালালি করছেন। পায়ে পা দিয়ে ঝগড় করে চলেছেন প্রতিটি বিষয় নিয়ে। সেই কারণেই এই বিষয়টির তীব্র নিন্দা করেছেন তিনি।

Advertisement