রাজনীতি
‘আমি চুরিও করিনি, ডাকাতিও করিনি’, দাবি শিবভক্ত অনুব্রতর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিরোধী ইস্যুতে ফের সরব হতে দেখা গেল বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। বিরোধীরা রাজনীতি করছেন সোশ্যাল মিডিয়ায়। লড়াই হোক রাজনৈতিক ভাবে। জানালেন অনুব্রত মণ্ডল।
তিনি বলেন,”আগে সংগঠন করতে হবে৷ পঞ্চায়েত ভোটে সবাই প্রার্থী দিলে ভালো হয়”। মঙ্গলবার বোলপুরে এ কথা বলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। এদিন বোলপুরের দলীয় পার্টি অফিসে তৃণমূলের জেলা কমিটির বৈঠক ছিল।
শুধু তাই নয়, আগামী ২১ শে জুলাই তিনি কলকাতায় আসবেন বলেও জানিয়েছেন। একই সঙ্গে বারং বার সিবিআই তলব প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, ”আমি চুরিও করিনি, ডাকাতিও করিনি। আমি শিব ভক্ত”।
আরও পড়ুন: Big Breaking: PAC চেয়ারম্যান হলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী
এদিকে, সোমবার স্বাস্থ্য পরীক্ষা করাতে ফের এসএসকেএমে আসেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। হার্টের চেকআপ করাতে তিনি এসএসকেএম হাসপাতালে এসেছিলেন বলে সংবাদমাধ্যমের কাছে বলেন। শুধু তাই নয়, ট্রেডমিলে হাঁটা যাবে না, হার্টের সমস্যা রয়েছে। বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা। দাবি অনুব্রত মণ্ডলের।
এর আগে নিজাম প্যালেসের সিবিআই দফতর থেকে বেড়িয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত। সেখানে তাঁকে জরুরি বিভাগে পরীক্ষা করা হয়। এসএসকেএম-এ রুটিন চেকআপ করা হয় অনুব্রত মন্ডলকে। তারপর তাঁকে উডবার্ণ ব্লকে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা করাতে ফের এসএসকেএমে অনুব্রত
উল্লেখ্য, গরুপাচার মামলায় এনামুল হককে গ্রেফতারের পর জেরায় উঠে আসে অনুব্রত মণ্ডলের নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গত বছর এপ্রিলে প্রথমবার অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠানোর পর, গত ১৩ মাসে তদন্তে আরও অনেক তথ্য উঠে এসেছে। এরপর চলতি বছরের ১৪ ও ২৫ ফেব্রুয়ারি, ১৫ মার্চ, ৬ ও ২৪ এপ্রিল, মোট ৬ বার নোটিস পাঠানো হয়। শারীরিক অসুস্থতা-সহ বিভিন্ন কারণে হাজিরা এড়িয়ে যান অনুব্রত। এরপরই এসএসকেএমে ভর্তি করা হয় তাঁকে