বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী বাবুল সুপ্রিয়
Connect with us

বাংলার খবর

বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী বাবুল সুপ্রিয়

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবশেষে শেষ হাসি হাসল তৃণমূল প্রার্থী Babul Supriyo। ২০০,৩০ ভোটে জিতলেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। 

বালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে ১৮ রাউন্ড গণনার শেষে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। TMC প্রার্থী বাবুল সুপ্রিয় এগিয়ে রয়েছে ৪৮,১০৯। বাম প্রার্থী sairasah halim পেয়েছেন ৩০,১৯০ভোট। BJP ১২,০৩৫। কংগ্রেস ৫১১৪ ভোট পেয়েছে। ১৮ রাউন্ডের গণনার শেষে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় বাম প্রার্থী সায়রা শাহ হালিমের থেকে ১৭,৯১৯ ভোটে এগিয়ে রয়েছেন।

বালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে ১৭ রাউন্ড গণনার শেষে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। TMC প্রার্থী বাবুল সুপ্রিয় এগিয়ে রয়েছে ৪৪৯৫১। CPIM ২৯,৫৬৫। BJP ১০,৭১৯। কংগ্রেস ৫০,৪৬ ভোট পেয়েছে। ১৭ রাউন্ড গণনার শেষে বাবুল সুপ্রিয় এগিয়ে ১৫,৩৮৬ ভোটে।

Advertisement

আরও পড়ুন: আসানসোলে এগিয়ে শত্রুঘ্ন সিনহা, ব্যবধান বাড়ছে BJP-এর

বালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে ১৬ রাউন্ড গণনার শেষে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। TMC প্রার্থী বাবুল সুপ্রিয় এগিয়ে রয়েছে ৪৩২২০। বাম প্রার্থী sairasah halim পেয়েছেন ২৯,১৩৬ ভোট। BJP প্রার্থী keya Ghosh ভোট পেয়েছেন ৯৩৭১। Congress প্রার্থী kamaruzaman পেয়েছেন ৪৯৬৪

আরও পড়ুন: বালিগঞ্জে এগিয়ে বাবুল, পাল্লা ভারী হচ্ছে সায়রা শাহ হালিমের

Advertisement

বালিগঞ্জে ১৫ রাউণ্ড গণনার শেষে এগিয়ে TMC প্রার্থী বাবুল সুপ্রিয়। এই কেন্দ্রে Babul Supriyo-এগিয়ে রয়েছেন ৪০,৬২৩ ভোটে। CPIM এগিয়ে রয়েছে ২৮,৫১৫ ভোটে। বাম প্রার্থী sairasah halim পেয়েছেন ২৮,৫১৫ ভোট। BJP প্রার্থী keya Ghosh ভোট পেয়েছেন ৮০৯৪। Congress প্রার্থী kamaruzaman পেয়েছেন ৪৮৮১